নিজস্ব প্রতিবেদক: দেশে করোনায় গত ২৪ ঘন্টায় রেকর্ড সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যু ১৮ হাজার ১২৫ জনের মৃত্যু হলো।
একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৩২১ জন। গতকাল ছিল ১১ হাজার ৫৭৮ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ লাখ ১৭ হাজার ৩১০ জনে।
এর আগে ১১ জুলাই দেশে ২৩০ জন মারা যান। এটাই ছিল এতদিন সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। গতকাল (১৮ জুলাই) ২২৫ জনের মৃত্যু হয়েছিল।
আজ বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৩৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৪১ হাজার ৩৪৩ জন। গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ১২ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ৫৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর খুলনা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ জন মারা গেছেন। বরিশাল বিভাগে এ সময়ে সবচেয়ে কম ছয় জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, রংপুর বিভাগে ১৭ জন, সিলেট বিভাগে আট জন ও ময়মনসিংহ বিভাগে ১১ জন মারা গেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।