স্পোর্টস ডেস্ক : ক্রিকেটারের সন্তানরা মাঝে মাঝেই ব্যাট-বল হাতে তুলে নেবেন এটা স্বাভাবিক। কিন্তু ডেভিড ওয়ার্নারের মেয়ে রীতিমত ঝড় তুলছেন। কয়েকদিন আগে নিজেদের করিডোরে ব্যাটিং করতে করতে জানিয়েছিলেন, বাবার মতো নয়, কোহলির মতো ব্যাটসম্যান হতে চান আইভি ওয়ার্নার। এবার ব্যাটিংয়ের সময় বলে টাইমিং না করাতে পেরে রাগান্বিত হয়ে ব্যাটই ছুঁড়ে ফেললেন বছর পাঁচেকের আইভি।
নিজের ইন্সটাগ্রামে মঙ্গলবার একটি ভিডিও পোস্ট করেছেন ডেভিড ওয়ার্নার। সেখানে ক্যাপশনে লিখেছেন, আমার কথা শুনে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হবে আইভি, তোমার বাবা সেটা ভালো করেই জানেন। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ডেলিভারি আসার পর আইভি সেটা টাইমিং করতে পারলেন না। বলটা একটু টার্ন করায় সে বললো, নাইস স্পিনিং অর্থাৎ সুন্দর বাঁক নিয়েছে বলটি। এরপরই হঠাৎ রেগেমেগে ব্যাটটি ছুঁড়ে ফেলেন।
ক্রিকইনফো এই ভিডিওটা তাদের নিউজে প্রকাশের পর রসিকতা করে শিরোনাম দিয়েছে, এই মেয়েটি আগামী দিনের ক্রিকেট সন্ত্রাস হতে পারে! আসলে এভাবে রেগেমেগে যদি আন্তর্জাতিক ম্যাচে ঘটিয়ে ফেলেন তাহলে সেটা সন্ত্রাসী কর্মকাণ্ডই হবে। কেননা বল মিস করে ব্যাট ছুঁড়ে ফেলা কোনো ভালো মানুষের কাজ হতে পারে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।