রেগে মোশাররফ করিমকে মারতে গেলেন তিশা

মোশাররফ করিম ও তিশা

বিনোদন ডেস্ক : অভিনেত্রী তানজিন তিশা রেগে গিয়ে ছুড়ি মারতে গেলেন অভিনেতা মোশাররফ করিমের দিকে। এদিকে নিরীহ ভঙ্গিতে চাকুর সামনে এগিয়ে দিয়েছেন ফুলের তোড়া।

মোশাররফ করিম ও তিশা

তবে এটি বাস্তবে নয়, এটি একটি নাটকের দৃশ্য। নাটকের গল্পের প্রয়োজনেই এমন অভিব্যক্তি এই দুই তারকার। সিএমভি প্রযোজিত ‘ওলট পালট’ নাটকটি শিগগিরই উন্মুক্ত হচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে। নির্মাণ করছেন পরিচালক এস আর মজুমদার। সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

এতে পরপর ৩ বার চাকরি হারানোর পর সাহেদকে বাসার দায়িত্ব দিয়ে নিজেই চাকরিতে যোগ দেয় মিরা। এখানে সাহেদ হলেন মোশাররফ করিম আর মিরা হলেন তানজিন তিশা। নির্মাতা বলেন, ‘গল্পটির মধ্যে প্রেম, বিরহ, চ্যালেঞ্জ এবং একটি সংসার রয়েছে। আমি মনে করি এই গল্পটি প্রতিটি সংসারের ভেতরেই আছে।

আমরা শুধু পুরনো গল্পটিকে একটু নতুন আদলে তুলে ধরেছি। চেষ্টা করেছি কিছু পজিটিভ বার্তা দেওয়ার।’ নাটকটি নিয়ে আশা ব্যক্ত করে মোশাররফ করিম বলেন, ‘রোমান্টিক একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। কাজ করে ভালো লেগেছে। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।’ খুব শিগগির সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।

প্রযোজকদের ফেলে দেওয়া সিগারেট কুড়িয়ে টানতেন সঞ্জয়

তানজিন তিশা বলেন, ‘নাটকটির গল্প খুব মজার। এতে আমার সহশিল্পী মোশাররফ করিম ভাই। মোশাররফ ভাইয়ের সঙ্গে আমার তেমন কাজ করা হয়নি। মনে হয় এটি আমাদের তৃতীয় কাজ। আমাদের প্রথম কাজটি খুব ভালো সাড়া ফেলেছিল।

ইউটিউবে মুক্তির মাত্র ১১ ঘণ্টায় ১০ লাখ ভিউ হয়েছিল। যা বাংলা নাটকে একটি ইতিহাস। মোশাররফ ভাইয়ের সঙ্গে দর্শক আমাকে পছন্দ করেছেন, নতুন এই কাজ তারই ফসল বলতে পারেন। তা ছাড়াও এই নাটকের গল্প দারুণ। সব মিলিয়েই কাজটি করার জন‌্য সম্মতি জানাই।’