বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রেডমির নতুন Redmi Note 13, Note 13 Pro এবং Note 13 Pro+ স্মার্টফোনগুলি ভারতে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। সম্প্রতি জানা গিয়েছিল কোম্পানি তাদের এই সিরিজে নতুন Redmi Note 13 Turbo স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। এবার Redmi GM ফোনটির লুক প্রকাশ করে দিয়েছেন। কোম্পানির আধিকারিকের শেয়ার করা নতুন Redmi Note 13 Turbo স্মার্টফোনের ফটো নিচে দেওয়া হলো।
Redmi Note 13 Turbo স্মার্টফোনের ফটো
Redmi General Manager, Wang Teng Thomas আপকামিং Redmi Note 13 Turbo স্মার্টফোনের ফটো শেয়ার করেছেন। থমাস একটি ভিডিওর মাধ্যমে ফোনটির ফ্রন্ট লুক দেখিয়েছেন। এই ফোনটিতে ফ্ল্যাট প্যানেলে তৈরি পাঞ্চ-হোল স্টাইল ডিসপ্লে দেওয়া হবে। স্ক্রিনটি সম্পূর্ণ বেজেল লেস এবং নীচের অংশে ন্যারো চিন পোর্ট দেওয়া হয়েছে। ফোনটির রাইট সাইড ফ্রেমে ভলিউম রকার এবং পাওয়ার বাটন যোগ করা হয়েছে।
Redmi Note 13 Turbo এর স্পেসিফিকেশন (লিক)
- প্রসেসর: Redmi Note 13 Turbo স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগন 8এস জেন 3 আক্টাকোর প্রসেসর যোগ করা হতে পারে। এটি কোয়ালকমের লেটেস্ট চিপসেট যা 3.0GHz ক্লক স্পীডে কাজ করে।
- ওএস: রেডমি নোট 13 টার্বো স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ হাইপার ওএস সাপোর্ট করবে।
- ব্যাটারি: লিক অনুযায়ী রেডমি নোট 13 টার্বো ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এছাড়া এই শক্তিশালী ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 80 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। এই ফোনটি ওয়্যারলেস চার্জিং ফিচারও সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।
- ডিসপ্লে: রেডমি নোট 13 টার্বো ফোনে 6.78 ইঞ্চির স্ক্রিন থাকতে পারে। লিক থেকে জানা গেছে 1.5k রেজোলিউশন সাপোর্টেড এই পাঞ্চ হোল ডিসপ্লে ওএলইডি প্যানেল দিয়ে তৈরি করা হতে পারে। এছাড়াও এই স্ক্রিন 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।