ভালো দামে ও নজরকাড়া ফিচার নিয়ে রিয়েলমি ১০ প্রো এবং রেডমি নোট ১২ প্রো মার্কেটে রিলিজ হয়েছে। যারা নতুন মোবাইল ফোন ক্রয় করতে চান তারা এ দুটি স্মার্টফোনের মধ্যে কোনটি ক্রয় করবেন তা নিয়ে বিভ্রান্তিতে পড়ছেন। ক্রেতাদের সুবিধার জন্য এই আর্টিকেলের দুটি স্মার্টফোনের স্পেসিফিকেশনের তুলনা স্পষ্টভাবে তুলে ধরা হবে।
শাওমি রেডমি নোট ১২ প্রো স্মার্টফোনের ডিসপ্লে এর সাইজ ৬.৬৭ ইঞ্চি। রেজুলেশন ১০৮০ গুণ ২৪০০ পিক্সেল। অন্যদিকে রিয়েলমি ১০ প্রো হ্যান্ডসেটের ডিসপ্লের সাইজ ৬.৭২ ইঞ্চি। রেজুলেশন হচ্ছে ১০৮০ গুণ ২৪০০ পিক্সেল।
শাওমির ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ এর অক্টাকর প্রসেসর ব্যবহার করা হয়েছে। অন্যদিকে রিয়েলমি হ্যান্ডসেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন এর অক্টাকর প্রসেসর ব্যবহার করা হয়েছে।
শাওমির স্মার্টফোনের ৬ জিবি, ৮ জিবি ও ১২ জিবি র্যামের তিনটি ভেরিয়েন্ট মার্কেটে পাওয়া যাবে। অন্যদিকে রিয়েলমি ডিভাইসে ৮ জিবি ও ১২ জিবি র্যামের দুটি ভেরিয়েন্ট মার্কেটে পাওয়া যাবে।
শাওমি হ্যান্ডসেটে অ্যান্ড্রয়েড ১২ এবং রিয়েলমি স্মার্টফোন এ অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। শাওমির ক্ষেত্রে আপনার চাহিদা অনুযায়ী ১২৮ জিবি বা ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজের হ্যান্ডসেট ক্রয় করতে পারবেন।
তবে রিয়েলমি এর ক্ষেত্রে শুধুমাত্র ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের হ্যান্ডসেট মার্কেটে বিক্রি হবে। এ স্মার্টফোনের প্রাইমারি ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল ও সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেল।
অন্যদিকে শাওমির ডিভাইসে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা লেন্স ব্যবহার করা হয়েছে। ৫০০০ মেগাহার্জের ব্যাটারি স্মার্টফোনকে পাওয়ার প্রদান করবে। পাশাপাশি ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং অপশন দেওয়া হয়েছে।
অন্যদিকে রিয়েলমি ১০ প্রো স্মার্টফোনকে পাওয়ার প্রদান করবে পাঁচ হাজার মেগাহার্জের ব্যাটারি। এই স্মার্টফোনের ক্ষেত্রে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং এর ফিচার রয়েছে।
রেডমি নোট ১২ প্রো স্মার্টফোনের দাম ২৩ হাজার রুপি ও ২৮ হাজার টাকা। রিয়েলমি ১০ প্রো হ্যান্ডসেটের প্রাইস ১৮ হাজার রুপি ও ২৫ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।