রেদোয়ানের নতুন ঘর প্রাপ্তিতে পরিবারে রাজ্যের হাসি!

নিজস্ব প্রতিবেদত, গাজীপুর: গাজীপুর কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ৩নং ওয়ার্ড দক্ষিণবাগ গ্রামের বাসিন্দা মো. রেদোয়ান বাড়ারি (৩২)। অভাব অনটনের সংসারে তিন বেলা স্ত্রী-সন্তানের মুখে খাবার দেওয়া যেখানে দুঃসাধ্য ব্যাপার। সেখানে নতুন একটি ঘর দেওয়া ছিল তার কাছে অম্ভব কল্পনার মত। তবে রেদোয়ানের সেই অম্ভব কল্পনা বাস্তব রূপ পেয়েছে। স্থানীয় দক্ষিণবাগ প্রবাসী যুব উন্নয়ন সংঘের উদ্যোগে।রেদোয়ান বাড়ারি … Continue reading রেদোয়ানের নতুন ঘর প্রাপ্তিতে পরিবারে রাজ্যের হাসি!