দুয়ারে কড়া নাড়ছে আরও একটা এল ক্লাসিকো। আগামী রোববার রাতে নিজেদের মাঠে বার্সেলোনা আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদকে। সবশেষ ক্লাসিকোর আগে রিয়াল মাদ্রিদ টিভি বোমাই ফাটিয়েছিল রেফারিকে নিয়ে। আরও এক ক্লাসিকোর আগে আবারও সেই একই কাজ করেছে ক্লাবটির অফিসিয়াল এই মুখপাত্র। আবারও বিতর্কের আগুন ধরিয়ে দিইয়েছে রিয়াল মাদ্রিদ টিভি। ‘বিশ্লেষণধর্মী’ প্রতিবেদনে প্রচার করছে যে, রেফারি নাকি বার্সেলোনার সমর্থক!
সে ভিডিওতে সরাসরি আঙুল তোলা হয়েছে রেফারি আলেহান্দ্রো এরনান্দেজ এরনান্দেজের দিকে। বলা হয়েছে, এই রেফারির রেফারিংয়ের সময় রিয়ালের জয়ের হার খুবই কম। ১০টি ম্যাচে রিয়াল জিতেছে মাত্র ৫৪ শতাংশ, আর শেষ ৬ ম্যাচে জয় পেয়েছে মাত্র দুইটিতে। ভিডিওটি বলছে, ‘এই রেফারির ক্লাসিকো পরিচালনা এটি হবে পঞ্চমবারের মতো। আগের চার ম্যাচে তিনি ‘গুরুতর ভুল’ করেছেন এবং ‘অদ্ভুত সিদ্ধান্ত’ দিয়েছেন।’
এইভাবে আগে থেকেই রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। যেন ম্যাচের বাঁশি বাজানোর আগেই রেফারিকে সন্দেহভাজন বানিয়ে ফেলা হচ্ছে। ভিডিওতে আরও বলা হয়েছে, ‘রেফারি এরনান্দেজ এরনান্দেজ মূলত বার্সেলোনার সমর্থক। তেরো বছর ধরে তিনি শীর্ষ লিগে রেফারিং করছেন। তবুও এমন গুরুত্বপূর্ণ ক্লাসিকোর দায়িত্ব তাঁর ওপর দেওয়া হয়েছে।’
এখানেই শেষ নয়। ভিডিওতে আরও একজন রেফারিকে টেনে আনা হয়েছে। তিনি হলেন ভিএআর কর্মকর্তা হুয়ান মার্তিনেজ মুনুয়েরা। ভিডিও বলছে, ‘তিনি রিয়ালের বিপক্ষে সবচেয়ে গুরুতর সিদ্ধান্ত দিয়েছেন।’
পুরো ভিডিওজুড়ে এমনভাবে পুরনো ক্লিপ আর কিছু ম্যাচের দৃশ্য দেখানো হয়েছে, যেন রিয়াল মাদ্রিদ সব সময়ই রেফারিদের ভুলের শিকার। যেন রিয়াল একমাত্র ক্লাব যারা বারবার অন্যায়ভাবে হেরে যায়।
এমনকি ভিডিওতে তুলে ধরা হয়েছে একটি পুরোনো ম্যাচের ঘটনাও। সেখানে বলা হয়, ‘মার্তিনেজ মুনুয়েরা ভিনিসিয়াস জুনিয়রের বিরুদ্ধে বর্ণবাদী গালি দেওয়ার ঘটনা ম্যাচ রিপোর্টে লেখেননি।’
Shuddhikaran : নেট দুনিয়া কাঁপাচ্ছে রোমান্সে ভরপুর এই ওয়েব সিরিজ
রিয়াল মাদ্রিদ টিভি এর আগেও এ ধরনের ভিডিও করেছে। কিন্তু কখনোই তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। একবার এমন একটি ভিডিওর পর রেফারি ডে বুরগোস বেনগোচেয়ার ছেলেকে স্কুলে সহপাঠীরা বিরক্ত করেছিল। সেই শিশু কান্নায় ভেঙে পড়েছিল। এরপর সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানিয়েছিলেন বেনগোচেয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।