এক রিলের জন্য ছয় লক্ষ টাকা! প্রতিদিন আয় ২.৫ লক্ষ, আর মোট সম্পত্তির পরিমাণ নাকি প্রায় ৪১ কোটি টাকা। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অপূর্বা মুখিজাকে নিয়ে এমনই চমকপ্রদ তথ্য ঘুরছে নেটপাড়ায়। তবে এই বিষয়ে এবার মুখ খুললেন স্বয়ং অপূর্বা।
সম্প্রতি, ভাইরাল হওয়া একটি ইনস্টাগ্রাম পোস্টে এই পরিসংখ্যান উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, অপূর্বা নাকি একটি রিলের জন্য নেন ৬ লক্ষ টাকা, ইনস্টাগ্রাম স্টোরির জন্য চার্জ করেন ২ লক্ষ এবং তাঁর মাসিক উপার্জন প্রায় ৭৫ লক্ষ টাকা। এমনকী মোট সম্পদের পরিমাণ ৪১ কোটি টাকারও বেশি! তবে এই ভাইরাল পোস্টটি ভাগ করে নিজের প্রতিক্রিয়া জানান অপূর্বা।
তিনি বলেন, “আমি যদি ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক হতাম, তাহলে এখনই অবসর নিতাম। আমার পায়ের হিল জুতো থেকে শুরু করে নখ সব নকল, জামা কাপড় ভাড়া করা—ঘড়িটা বাদ দিলে আমার গায়ে দামী কিছু নেই। আর ওই ঘড়িটা ২০ হাজার টাকার।”
তিনি আরও বলেন, “যেকোনও ব্র্যান্ডকেই তো চার্জ বললেই ভয় পায়, তারা আমার প্রাপ্যটা দিতে চায় না। আর এখানে বলা হচ্ছে আমি এক রিলে ৬ লক্ষ নিচ্ছি? সত্যিই হাস্যকর!”
বর্তমানে করণ জোহর সঞ্চালিত রিয়েলিটি শো ‘দ্য ট্রেটরস’-এ অংশ নিয়েছেন অপূর্বা। যদিও তিনি বিজয়ী হননি, তবুও শো-তে তাঁর উপস্থিতি যথেষ্ট নজর কেড়েছে দর্শকের। ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিতি তৈরি করলেও, তাঁর গড় আয় নিয়ে যতটা হইচই পড়েছে, বাস্তবে তা যে একেবারেই ভিত্তিহীন, স্পষ্ট করে জানিয়ে দিলেন ‘রেবেল কিড’ নিজেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।