রেমিটেন্সে প্রণোদনা বাড়ল: নতুন বছরে প্রবাসীদের জন্য সুখবর

জুমবাংলা ডেস্ক: প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর প্রণোদনা বাড়ানো হয়েছে। নতুন বছরে এ সুখবর পেলেন প্রবাসীরা। জানুয়ারি থেকে রেমিটেন্সে প্রণোদনা ২ শতাংশ থেকে বাড়িয়ে আড়াই শতাংশ করার ঘোষণা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আজ শনিবার অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয় বলছে, রেমিটেন্সে সরকারি প্রণোদনার পরিমাণ বাড়ানো প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ‘নববর্ষের উপহার’।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানুষের সার্বিক জীবনমান উন্নয়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, মানিলন্ডারিং প্রতিরোধ, কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্সের গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমজীবী মানুষের কষ্টার্জিত বৈদেশিক আয় বৈধ উপায়ে দেশে প্রত্যাবাসন উৎসাহিত করার লক্ষ্যে রেমিট্যান্স প্রেরণের বিপরীতে সরকারের ২ শতাংশ প্রণোদনা/নগদ সহায়তা প্রদানের বিদ্যমান হার বাড়িয়ে ২ দশমিক ৫ শতাংশে নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বর্ধিত এ হার চলতি ২০২১-২২ অর্থবছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

অর্থাৎ বিদেশে থাকা কোনো বাংলাদেশি কেউ ১০০ টাকা দেশে পাঠালে তার সঙ্গে দুই টাকা ৫০ পয়সা যোগ হয়ে ১০২ টাকা ৫০ পয়সা পাবে তার স্বজনরা। যেমন-প্রবাসীরা কেউ ১ লাখ টাকা দেশে পাঠালে তার সঙ্গে দুই হাজার ৫ শ’ যোগ হয়ে ১ লাখ ২ হাজার ৫ শ’ টাকা পাবেন তার স্বজনরা।

দেশের বৈদেশিক মুদ্রা আহরণের শীর্ষ খাতের একটি হলো এক কোটির বেশি প্রবাসীর পাঠানো অর্থ। মন্ত্রণালয় বলছে, রেমিটেন্সে সরকারি প্রণোদনার পরিমাণ বাড়ানো প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ‘নববর্ষের উপহার’।

সম্প্রতি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বা বৈদেশিক আয়ে দেওয়া প্রণোদনার হার বাড়িয়ে তিন শতাংশ করার সুপারিশ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। গত বুধবার (২৯ ডিসেম্বর) সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হওয়া ‘দ্বিতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২১’ এ সুপারিশ করেন তিনি।

আতিউর রহমান বলেন, করোনা কালে দুর্দশাগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে সবচেয়ে বেশি অবদান রাখা তিন খাতের অন্যতম হলো রেমিটেন্স। যে কারণে রেমিটেন্সে প্রণোদনা বাড়ানো প্রয়োজন।

প্রবাসীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা

এর আগে ২০১৯-২০ অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ২% হারে প্রণোদনা দেয় সরকার। রেমিট্যান্সে সরকারি প্রণোদনার পরিমাণ বৃদ্ধি প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নববর্ষের উপহার বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।