অর্থনীতি ডেস্ক : চলতি অর্থবছরের (২০১৯-২০) বাজেটে রেমিট্যান্সের ওপর দুই শতাংশ হারে প্রণোদনা দেওয়ার কারণে অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) রেমিট্যান্সে প্রায় ১৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে শুধু সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স বেড়েছে ২৯ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত সেপ্টেম্বরে ১৪৬ কোটি ৮৪ লাখ ডলারের সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগের মাস আগস্টে রেমিট্যান্স আসে ১৪৪ কোটি ৪৭ লাখ ডলার। আর অর্থবছরের শুরুর মাস অর্থাৎ গত জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ১৫৯ কোটি ৭৭ লাখ ডলার।
সব মিলিয়ে চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রথম তিন মাসে ৪৫১ কোটি চার লাখ ডলারের রেমিট্যান্স এসেছে বাংলাদেশে। গত ২০১৮-১৯ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৩৮৬ কোটি ৮৯ লাখ ডলার। সে হিসাবে আলোচিত তিন মাসে রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ৫৮ শতাংশ।
দুই শতাংশ হারে প্রণোদনা, জনশক্তি রফতানি বৃদ্ধি এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় রেমিট্যান্স প্রবাহ বাড়ছে বলে মনে করছেন ব্যাংক খাতসংশ্লিষ্টরা।
এদিকে গত অর্থবছর সেপ্টেম্বরে ১১৩ কোটি ৯৬ লাখ রেমিট্যান্স এসেছিল। এ হিসাবে চলতি অর্থবছর সেপ্টেম্বরে রেমিট্যান্সে প্রবৃদ্ধি ৩২ কোটি ৮৮ লাখ ডলার বা ২৮ দশমিক ৮৫ শতাংশ।
গত ২০১৮-১৯ অর্থবছরেও আগের বছরের চেয়ে ৯ দশমিক ৬০ শতাংশ বেশি রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। ২০১৭-১৮ অর্থবছরে রেমিট্যান্সে প্রবৃদ্ধি ছিল আরও বেশি; ১৭ দশমিক ৩২ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, গত অর্থবছরের ধারাবাহিকতায় চলতি অর্থবছরেও রেমিট্যান্সে ভালো প্রবৃদ্ধি নিয়ে শুরু হয়েছে। সাধারণত ঈদের পর প্রবাসীরা কম রেমিট্যান্স পাঠান। কিন্তু এবার দুই ঈদের পরও রেমিট্যান্স বেড়েছে।’ প্রণোদনা দেওয়ার নির্দেশনা থাকায় রেমিট্যান্স বাড়ছে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।