নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরের প্রথম দুই মাসে প্রায় ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে রেমিট্যান্স আহরণে। এর মধ্যে সর্বশেষ আগস্ট মাসে ১৪৮ কোটি ২৮ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত বছরের আগস্টের তুলনায় পাঁচ দশমিক ১০ শতাংশ বেশি। গত বছরের আগস্টে রেমিট্যান্স এসেছিল ১৪১ কোটি ১০ লাখ ডলার।
তবে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ঈদুল আজহাকে কেন্দ্র করে আরও বেশি রেমিট্যান্স এসেছিল। ওই মাসে রেমিট্যান্স এসেছিল ১৫৯ কোটি ৭৬ লাখ ডলার। সে হিসেবে গত আগস্টে রেমিট্যান্স কমেছে সাত দশমিক ১৮ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) রেমিট্যান্স এসেছে ৩০৮ কোটি পাঁচ লাখ ডলার, যা এর আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৫ কোটি ১২ লাখ ডলার বেশি। ২০১৮-১৯ অর্থবছরের জুলাই-আগস্টে রেমিট্যান্স এসেছিল ২৭২ কোটি ৯২ লাখ ডলার। সে হিসেবে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৮৭ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে বেশি করে রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যে কারণে গত দুই মাসে রেমিট্যান্সে বড় ধরনের প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। তাছাড়া সরকার ঘোষিত দুই শতাংশ প্রণোদনার ঘোষণায়ও রেমিট্যান্স বাড়ছে বলে মনে করছেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।