জুমবাংলা ডেস্ক : গাজীপুরে রেল লাইন কাটার মূলহোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। তাদের নাম প্রকাশ করনি সিটিটিসি।
ডিএমপির উপ কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন জানান, সোমবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। সংবাদ সম্মেলন করবেন সিটিটিসি প্রধান মোঃ আসাদুজ্জামান।
গত ১২ ডিসেম্বর দিবাগত রাতে গাজীপুরের শ্রীপুরের বনখারিয়া এলাকায় রেললাইনের প্রায় ১৮ ফুট অংশ কেটে সরিয়ে রাখে দুর্বৃত্তরা। এতে একই রুটে চলাচলকারী মোহনগঞ্জ এক্সপ্রেসেরই আরেকটি ট্রেন দুর্ঘটনায় পতিত হয়। সেসময় একজনের মৃত্যু ও অন্তত ১০ জন গুরুতর আহত হন। ওই ঘটনায় গাজীপুরের বিএনপি নেতা ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আজমল ভুঁইয়ার পরিকল্পনায় স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ঢাকা থেকে দুজন ওয়েলডিং মিস্ত্রিকে ভাড়ায় নিয়ে রেললাইন কাটে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।
রেললাইন কাটার সঙ্গে জগিত থাকায় গত ১৭ ডিসেম্বর গাজীপুর সিটি করপোরেশনের এক ওয়ার্ড কাউন্সিলরসহ সাতজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তবে এই ঘটনায় নেতৃত্ব দেওয়া স্থানীয় আজিম উদ্দিন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইবনে সিনা চৌধুরী তোহা ও মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুম পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।