ময়মনসিংহের গফরগাঁওয়ের রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে দুর্বৃত্তরা ২০ মিটার রেলের লোহার পাত ও স্লিপার কেটে নিয়ে গেছে। এতে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। এ কারণে করে সোমবার ভোর ৫টা থেকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
এ ঘটানার পর ঢাকা থেকে কোনও ট্রেন ছেড়ে আসেনি এবং ময়মনসিংহ থেকে কোন ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। ফলে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।
লাইন কেটে নিয়ে যাওয়ার নিশ্চিত করে মানুষের রেলওয়ে স্টেশনের সুপার আব্দুল্লাহ আল হারুন জানান, ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য গফরগাঁয়ে রিলিফ ট্রেন গেছে এবং উদ্ধার কাজ শুরু করেছে। উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


