বিশ্ব রেসলিংয়ের কিংবদন্তি ও ডব্লিউডব্লিউই সুপারস্টার জন সিনা রেসলিং থেকে বিদায় নিয়েছেন। শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে ক্যারিয়ারের শেষ ম্যাচে তিনি গুন্থারের কাছে পরাজিত হন।

১৭ বারের বিশ্ব চ্যাম্পিয়ন জন সিনা ও গুন্থারের ম্যাচটি ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ভরা। ম্যাচের বেশির ভাগ সময় দুই রেসলারই একে অপরকে চাপে রাখেন। সিনা তিনবার অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট প্রয়োগ করেন এবং একপর্যায়ে গুন্থারকে কমেন্ট্রি টেবিলের ওপর ছুড়ে ফেলেন। তবে পিনফল আদায় করতে ব্যর্থ হন।
শেষ পর্যন্ত গুন্থার স্লিপার হোল্ডে সিনাকে ট্যাপ আউট করতে বাধ্য করেন। এর মধ্য দিয়েই রেসলিং রিংয়ে জন সিনার দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি ঘটে।
সিনার বিদায়ী ম্যাচ ঘিরে বড় আয়োজন করে ডব্লিউডব্লিউই। দর্শক সারিতে উপস্থিত ছিলেন কার্ট অ্যাঙ্গেল, রব ফন ড্যাম, ট্রিশ স্ট্রাটাস, ইভ টরেসসহ অনেক সাবেক তারকা। ভিডিও বার্তায় শ্রদ্ধা জানান আন্ডারটেকার ও দ্য রক।
ম্যাচের শুরুতে গুন্থার রিংয়ে প্রবেশ করেন। পরে জন সিনা নামতেই পুরো অঙ্গন করতালিতে মুখর হয়ে ওঠে। সমর্থকদের উচ্ছ্বাসের মাঝে সিনা নিজেই ক্যামেরা হাতে রিংয়ের দিকে দৌড়ে যান এবং রিংসাইডে বসা কিংবদন্তিদের শুভেচ্ছা জানান।
ম্যাচ শেষে আবেগঘন পরিবেশ তৈরি হয়। লকাররুম থেকে অন্য রেসলাররা রিং ঘিরে ধরেন। সিএম পাঙ্ক ও কোডি রোডস সিনার কাঁধে নিজেদের চ্যাম্পিয়নশিপ বেল্ট রাখেন।
এ সময় দর্শকরা একটানা ‘থ্যাঙ্ক ইউ সিনা’ ধ্বনি দেন। সিনা ট্রিপল এইচকে জড়িয়ে ধরেন। শেষবারের মতো একটি ট্রিবিউট ভিডিও দেখানো হয়। এরপর র্যাম্প বেয়ে উঠে দর্শকদের স্যালুট জানিয়ে জন সিনা চিরতরে রিং ছেড়ে যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



