বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে সেশনজটমুক্ত বিভাগ হিসেবে ঘোষণা করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নাজমুল আহসান কলিমউল্লাহ।
উপাচার্য জানান, শিক্ষার্থীরা যাতে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করতে পারে এজন্য দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মতো পর্যায়ক্রমে ২১টি বিভাগকে সেশনজট মুক্ত করা হবে। ২০২০ খ্রিষ্টাব্দে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন আয়োজন করা হবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ড. মো. এমদাদুল হক জানান, আগামী ১ জানুয়ারি থেকে বিভাগের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ক্লাশ ও পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক ড. আবু রেজা, মো. তৌফিকুল ইসলাম, শাকিবুল ইসলাম, মো. আব্দুল্লাহ-আল-মাহবুব, মো. আমিনুল ইসলাম প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।