ক রোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জামিনুর রহমান দুদু নামে এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি বিশ্বিবদ্যালয়ের সাদ্দাম হোসেন হলের সহকারী রেজিস্ট্রার ছিলেন। আজ মঙ্গলবার সকাল ১০টায় ঝিনাইদহের শৈলকুপায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, ক রোনাজনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় তার মৃত্যু হয়। মৃত্যুর আগে এক সপ্তাহ থেকে তিনি জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত ছিলেন। ক রোনার উপসর্গ থাকায় গতকাল সোমবার ঝিনাইদহ সদর হাসপাতালে তিনি টেস্ট করান। মৃত্যুর এক ঘণ্টা পর আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে হাসপাতাল থেকে ফোন করে তিনি ক রোনা পজিটিভ ছিলেন বলে জানানো হয়।
তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার ও সাদ্দাম হোসেন হলের প্রভোস্টসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। এর আগে ক রোনায় আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপক মৃত্যুবরণ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।