Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home রোজায় এবার বিদ্যুতের ঘাটতি হয়নি : উপদেষ্টা সুপ্রদীপ
জাতীয়

রোজায় এবার বিদ্যুতের ঘাটতি হয়নি : উপদেষ্টা সুপ্রদীপ

Bhuiyan Md TomalApril 5, 20253 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, এই গ্রীষ্মকালে এখনও পর্যন্ত কোনো বিদ্যুতের ঘাটতি হয়নি। রোজাটা খুব ভালোভাবে করতে পেরেছেন। ইউনূস সরকারের কাছে এটা স্বীকার করতে হবে আপনাদের। আমরা জানি আমরা কীভাবে সরবরাহ করেছি।

শনিবার (৫ এপ্রিল) সকালে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জুরুল আলম, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ্ কাওছার, জোন কমান্ডার লে. কর্ণেল এএসএম মাহমুদুল হাসানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এর আগে বিদ্যালয়ের সামনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। দিনব্যাপী এ অনুষ্ঠানের মধ্যে ছিল, থিম সাং পরিবেশন, সাংষ্কৃতিক অনুষ্ঠান, শিক্ষক ও গুণিজনদের সম্মাননা স্মারক প্রদান এবং শিক্ষার্থীদের স্মৃতিচারণ অনুষ্ঠান।

প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, এসময়ে বেগুনের কেজি কী ২০০ টাকা ছিল? সহনীয় পর্যায়ে ছিল। আমরা সহনীয় পর্যায়ের জন্য কাজ করে যাচ্ছি। এসময়ে জিনিসপত্রের দাম বাড়ে। কিন্তু এবার এত বেশি বাড়েনি।

দেশের নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থার কথা বলতে গিয়ে তিনি বলেন, আমরা প্রতিজনের নিরাপত্তা বিধান করতে চাই। আমরা প্রত্যেককে নিরাপত্তা দিয়ে যেতে চাই। আপনারা যেন সুখি সমৃদ্ধি ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করতে পারেন। এখানে ঢাকা শহরের যে মানুষের অধিকার আছে পার্বত্য এলাকার মানুষের অধিকার একই। আমরা এগুলো নিয়ে কাজ করছি।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, গুণগতমানের শিক্ষা আমাদের অবশ্যই নিয়ে আসতে হবে। না হলে আমরা প্রতিযোগিতায় টিকব না। আমাদের ৫% কোটা চাই। আমি কোটার পক্ষে। কোটা নিয়ে আমি এখন চলছি। কোটাটা আমার আমৃত্যু থাকবে। পার্বত্য তিন জেলা ৬৪টি জেলার মধ্যে সবচেয়ে পশ্চাৎপদ। এ এলাকাটিকে এগিয়ে নিতে হবে সবাইকে। এখানকার জাতিগোষ্ঠীদের ভালোভাবে রাখার দায়িত্ব হচ্ছে বড় ভাইদের। আর বাঙালিরা হচ্ছে আমাদের বড় ভাই। আমাদের প্রত্যেককে ভালোভাবে থাকতে হবে সেটা আমাদের শিখান।

পরিবেশের বাজেট সম্পর্কে বলতে গিয়ে সাবেক এ কূটনৈতিক বলেন, আমি বলেছি আপনারা যদি পার্বত্য এলাকায় শতকরা এক ভাগ বরাদ্দ দেন তাহলে ৪৪ ভাগ অক্সিজেন সরবরাহ করতে পারব না।

এদিকে প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে হাজারো প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয় বিদ্যালয় প্রাঙ্গন। একে অপরকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন শিক্ষার্থীরা।

প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব জসিম উদ্দীন তুষার বলেন, আমরা অনেক আনন্দিত। উৎসবমুখর অনুষ্ঠান হচ্ছে। ৭৫ বছরের শিক্ষক শিক্ষার্থী যারা আছেন সবাই এখানে উপস্থিত হয়েছেন। সবার মাঝে আনন্দ উৎসব জাগ্রত থাকবে। আমরা সামনে এমন আয়োজন আরও করব।

উল্লেখ্য, ১৯৫০ সালে দেড় একর জায়গার ওপর ৬ জন্য শিক্ষার্থী নিয়ে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ১৮৬২ সালে জাতীয়করণ করা হয় এ প্রতিষ্ঠান। বর্তমানে দুই শিফটে এক হাজার শিক্ষার্থীকে ২৮ জন শিক্ষক পাঠদান করছেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় উপদেষ্টা এবার ঘাটতি বিদ্যুতের রোজায় সুপ্রদীপ হয়নি,
Related Posts
অভিযান অব্যাহত

ওসমান হাদি হত্যায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত: ডিবি প্রধান

December 22, 2025

বাড়ল নির্বাচনে পর্যবেক্ষক হওয়ার আবেদনের সময়

December 22, 2025
দেশ রক্ষা করেছে

অতীতে বিএনপি ধ্বংসের কিনারা থেকে দেশ রক্ষা করেছে, এবারও করবে: তারেক রহমান

December 22, 2025
Latest News
অভিযান অব্যাহত

ওসমান হাদি হত্যায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত: ডিবি প্রধান

বাড়ল নির্বাচনে পর্যবেক্ষক হওয়ার আবেদনের সময়

দেশ রক্ষা করেছে

অতীতে বিএনপি ধ্বংসের কিনারা থেকে দেশ রক্ষা করেছে, এবারও করবে: তারেক রহমান

ক্ষতি করার শক্তি

কোটি মানুষের বুক ভেদ করে তারেক রহমানের ক্ষতি করার শক্তি কারও নেই: ইশরাক

পদত্যাগ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাবির ৬ ডিনের পদত্যাগ

প্রচারণা

‘ভোটের গাড়ি’র প্রচারণা শুরু আজ

এনবিআর চেয়ারম্যান

ই-রিটার্ন ব্যবস্থায় যুক্ত হবে ব্যাংকিং তথ্য : এনবিআর চেয়ারম্যান

জাতীয় পরিচয়পত্র

জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবি চেঞ্চ করার নিয়ম

ওসমান হাদি

শহীদ ওসমান হাদি ছাড়াও আরও যারা নজরুল সমাধিসৌধে শায়িত

Faisal

শুটার ফয়সাল ও সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার লেনদেন

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.