পাকিস্তানের জ্যোতির্বিদরা বৈজ্ঞানিক হিসাব–নিকাশের ভিত্তিতে ২০২৬ সালের রমজান মাস, ঈদুল ফিতর ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন। চাঁদ দেখার সম্ভাব্য সময় বিবেচনায় নিয়ে তারা এই পূর্বাভাস দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সামা টিভি।

পাকিস্তানের খ্যাতনামা জ্যোতির্বিদ ড. ফাহিম হাশমি জানান, ২০২৬ সালের রমজানের চাঁদ পাকিস্তানের আকাশে ১৮ ফেব্রুয়ারি দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ওই দিন চাঁদ দেখা যায়, তবে ১৯ ফেব্রুয়ারি থেকে দেশটিতে রমজান মাস শুরু হতে পারে। এর মধ্য দিয়ে মুসলমানদের পবিত্র সিয়াম সাধনার মাসের সূচনা হবে।
ড. ফাহিম হাশমির মতে, রমজান মাস শেষে শাওয়াল মাসের চাঁদ ২০ মার্চ দেখা যেতে পারে। সে ক্ষেত্রে ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে স্থানীয়ভাবে চাঁদ দেখা সাপেক্ষেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
জ্যোতির্বিদের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে জিলহজ মাস শুরু হতে পারে ১৭ মে। সেই হিসাবে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে ২৭ মে।
তবে এসব তারিখ চূড়ান্ত নয়। দেশের বিভিন্ন অঞ্চলে বাস্তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই রমজান ও দুই ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


