রোজা রাখার পর ইফতার পার্টির আয়োজন করলেন রাখি

রাখি

বিনোদন ডেস্ক: আদিল দুরানিকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রাখি সাওয়ান্ত। আর সে কারণে এবার রোজা পালন করছেন রাখি।

শনিবার বন্ধুদের নিয়ে ইফতার পার্টির আয়োজন করেন তিনি। সামাজিক মাধ্যমে এসেছে সেই ভিডিও।

রাখিকে সারাদিনের রোজা পালনের শেষে ইফতার পার্টিতে নানান ফলসহ আরও নানান খাবার সাজিয়ে বসতে দেখা গিয়েছে। রোজা ভাঙার আগে ইফতারের দোয়া পাঠ করতে দেখা যায় রাখিকে।
রাখি
উল্লেখ্য, জীবনের প্রথম রোজা পালনের ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন রাখি সাওোন্ত। ক্যাপশনে লিখেছিলেন, “আমার প্রথম রোজা।” আদিল দুরানির সঙ্গে বিয়ের ছবি পোস্ট করেছিলেন রাখি। যদিও এরপর সেই বিয়ে নিয়ে অনেক জলঘোলা হয়েছে। রাখিকে স্ত্রী মানতে মানতে অস্বীকার করেছিলেন আদিল। পরে চাপের মুখে সব সত্যি স্বীকার করে নিয়েছিলেন তিনি। এরপর শুরু হয়েছিল নতুন নাটক। সামনে আসে আদিলের বিবাহ বর্হিভূত সম্পর্ক। রাখিকে তিনি মারধর করার অভিযোগে থানায় আদিলের বিরুদ্ধে এফআইআরও দায়ের করেন রাখি।

শুধু তাই নয় আদিলের বিরুদ্ধে ইরানি নারীকে ধর্ষণের অভিযোগও ওঠে। উল্লেখ্য, ২০২২ সালেই আদিলের সঙ্গে আইনি বিবাহ সেরেছিলেন রাখি। দীর্ঘ বেশ কয়েকদিন তা গোপনেই রেখেছিলেন অভিনেত্রী।

সূত্র : এই সময়

যে কারণে ভিন্ন ধর্মের হয়েও প্রতিবছর রোজায় ইফতার করেন চিত্রনায়িকা মিম