স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান ফুটবলের সেরা মঞ্চে মুসলিম ফুটবলারদের জন্য রোজা পালন করা এক চ্যালেঞ্জ। সারাদিন রোজা রেখে রাতে মাঠে লড়াই করা ইউরোপের মুসলিম ফুটবলারদের নিয়মিত অভ্যাস। মোহাম্মাদ সালাহ, নাসের মাজরাউই কিংবা ওমর মারমৌশরা রমজানের রোজা পালন শেষ করেই খেলতে নেমেছেন। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি নাম। তিনি হলেন বার্সেলোনার তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল।
বাবা মরক্কোর এবং মা গিনির হলেও স্পেনে জন্মগ্রহণ করেছেন তিনি। মুসলিম পরিবারের সন্তান হওয়ায় পবিত্র রমজান মাসে বিশ্বের বাকি সব মুসলমানের মতো রোযা পালন করছেন তিনিও। সেই অবস্থাতেই খেলছেন লা লিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ।
বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে তাকে দ্রুত উঠিয়ে নেয়ার পেছনেও রমজান মাসের রোজা পালনকেই বড় করে দেখেছিলেন অনেকেই। তাই গুঞ্জন উঠেছে, ক্লাবের পক্ষ থেকে বাধা দেয়া হচ্ছে ইয়ামালের রোজা পালন করার ক্ষেত্রে।
তবে স্প্যানিশ গণমাধ্যম ডিয়ারিও এএস জানিয়েছে, ট্যাকটিকাল কারণেই সেদিন এই তরুণকে উঠিয়ে নেন কোচ ফ্লিক। রমজানের রোজা পালনের ক্ষেত্রে লামিনে ইয়ামালকে কোনো প্রকার বিধিনিষেধের মধ্যে পড়তে হচ্ছে না।
বরং ক্লাবের মেডিক্যাল বিভাগের পক্ষ থেকে লামিনে ইয়ামালের জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। ক্লাবের নিজস্ব পুষ্টিবিদের মাধ্যমে লামিনের ইয়ামালের সাহরি এবং ইফতারের মেন্যু ঠিক করে দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।
Honor X9c : 108MP ক্যামেরা, 12GB RAM এর সাথে শীঘ্রই বাজারে আসছে এই স্মার্টফোন
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ের দ্বিতীয় লেগে রাতে বেনেফিকার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এদিন শুরুর একাদশে থাকলে রোজা রেখেই মাঠে নামতে হবে ইয়ামালকে। ম্যাচের মাঝেই ইফতার করতে হবে তাকে। তাই ক্লাবের পক্ষ থেকে ইয়ামালের ইফতারের প্রতি রাখা হচ্ছে নজর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।