বিনোদন ডেস্ক: প্রতিবারের মতো আসন্ন ঈদুল আযহাতে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ৭টি নতুন সিনেমার টিভি প্রিমিয়ার! এরমধ্যে থাকছে শুক্রবার (১৬ জুন) মুক্তি পাওয়া চিত্রনায়িকা রোজিনা পরিচালিত প্রথম সিনেমা ‘ফিরে দেখা’। সিনেমাটি দর্শক ঈদের পঞ্চম দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখতে পারবেন।
‘ফিরে দেখা’ সিনেমার কাহিনী, সংলাপ, চিত্রনাট্য রচনা করেছেন রোজিনা নিজেই। সরকারি অনুদানে নির্মিত মুক্তিযুদ্ধ নির্ভর এই ছবিতে অভিনয় করেছেন রোজিনা নিজেও। তিনি ছাড়া আরও আছেন ইলিয়াস কাঞ্চন, নিরব, স্পর্শিয়া প্রমুখ।
প্রথমবার সিনেমা নির্মাণ প্রসঙ্গে রোজিনা বলেন, ‘এর আগেও আমি নাটক টেলিফিল্ম নির্মাণ করেছি। তবে সিনেমা এবারই প্রথম পরিচালনা করেছি। নাটক টেলিফিল্ম নির্মাণ করা ততটা চ্যালেঞ্জিং নয়, সিনেমার মতো বড় ক্যানভাসে গল্প গুছিয়ে নির্মাণ করা অনেক কঠিন। তাও আবার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণ করা। আমার ছোটবেলা কেটেছে রাজবাড়ির গোয়ালন্দতে নানাবাড়িতে। আমি নিজের চোখে মুক্তিযুদ্ধ দেখেছি। তো নিজের চোখে মুক্তিযুদ্ধ দেখার সেই গল্পও উঠে এসেছে ফিরে দেখা সিনেমায়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।