
স্পোর্টস ডেস্ক: সকল জল্পনা-কল্পনা থামিয়ে দিয়ে নিজের প্রাক্তন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। আনুমানিক ২০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়েছে ইউনাইটেড।
সময়টা এর চেয়ে ভাল যেতে পারে না রোনালদোর। প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি অনিচ্ছা সত্ত্বেও ফ্রি ট্রান্সফারে বার্সেলোনা থেকে পিএসজিতে গেছেন, তবে রোনালদো ঠিকই স্বপ্নের ট্রান্সফারে ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। আগুনে ফর্মে থাকা রোনালদোকে নিয়েই এবার শিরোপা-খরা ঘোচানোর আশা দেখছে ইউনাইটেড।
আন্তর্জাতিক দায়িত্ব সেরে ফেরা মাত্রই রোনালদোকে সাদরে বরণ করে নেন ম্যানইউ কোচ ওলে গুনার সোলশায়ার। দলে যোগ দিয়ে ক্যারিংটন ট্রেনিং গ্রাউন্ডে প্রথম দিনের অনুশীলন সেরেছেন সিআর সেভেন।
রোনালদোর মতো তারকা দলে এসে যোগ দিলে দলের মনোবল বেড়ে যায় নিমেষেই, সঙ্গে তার পারফর্ম্যান্স তো থাকবেই। এমন কিছু যখন একটা দলের সঙ্গে ঘটে, তখন একটা দল শিরোপার আশা না করে পারে কী করে? ইউনাইটেডও করছে বেশ।
ব্রুনো ফের্নান্দেজই যেমন বললেন, ‘আমরা জানি উদ্দীপনাটা তুঙ্গে থাকবে। কারণ রোনালদো ঘরে এসেছে। সবাই এখন আত্মবিশ্বাসী, আর তিনি ফেরায় খুশি। খেলোয়াড়রা তো বটেই।’
চিরকালই রোনালদো পরিচিত ছিলেন তার সর্বজয়ী মানসিকতার জন্য। ব্রুনো জানালেন, ইউনাইটেডের মানসিকতাও তেমনই। আর সে কারণেই রোনালদো দলে আসায় শিরোপার কাছাকাছি চলে এসেছে তার দল।
পর্তুগীজ মিডফিল্ডারের ভাষ্য, ‘আমরা জানি রোনালদো আমাদের কী দিতে পারে। আর আমাদের লক্ষ্য রোনালদোর মতোই, জিততে থাকা। তাকে দলে ভেড়ানোয় আমরা শিরোপার আরও কাছাকাছি চলে এলাম।’
সেটা হয়ে গেলে শিরোপা খরাটাও ঘুচে যাবে দলটির। ২০১৭ সালে জোসে মরিনিওর অধীনে ইউরোপা লিগ জেতার পর থেকেই যে ভাটার টান লেগেছে ইউনাইটেডের ট্রফি কেসে!
ইউনাইটেডের ট্রফি খরা ঘোচানোর মিশনে আসার আগ পর্যন্ত অবশ্য সময়টা দুর্দান্ত কেটেছে রোনালদোর। দলবদলে ‘ঘরে ফেরার’ সুখস্মৃতি কাটতে না কাটতেই আয়ারল্যান্ডের বিপক্ষে দুই গোল করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এই দুই গোল তাকে বানিয়ে দিয়েছে পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের (১১১) মালিক। বর্তমানে তিনি ঢের এগিয়ে আছেন সময়ের অন্য দুই সেরা মেসি (৭৬) ও নেইমারের (৬৮) থেকে।
স্বপ্নের ডেরায় ফেরত আসার পর অপেক্ষা ছিল অনুশীলনের, সে অনুশীলনও হয়ে গেছে মঙ্গলবার। বিশ্বকাপ বাছাইয়ের ব্যস্ত সূচি শেষে পর্তুগিজ তারকার দলে যোগ দেয়ার অপেক্ষায় ছিল এতদিন পুরো দল।
বাছাই থেকে অবশ্য একটু আগেভাগেই রোনালদো ফিরেছেন ইউনাইটেডে। গত বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে হলুদ কার্ড দেখে এক ম্যাচ নিষেধাজ্ঞার কবলে পড়েন সাবেক এই রিয়াল মাদ্রিদ কিংবদন্তি। নিষেধাজ্ঞার পরপরই তার দল পর্তুগাল তাকে ম্যানচেস্টারে ফেরার অনুমতি দেয়। ৩৬ বছরেও দুর্দান্ত ফিট রোনালদো ৫ দিন কোয়ারেন্টাইন শেষে গত মঙ্গলবার তার ম্যানইউ সতীর্থদের সঙ্গে প্রথমবারের মত সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন কোচ সোলশায়ারও।
ম্যানইউতে রোনালদো ফিরলেও ধোয়াশার সৃষ্টি হয়েছিল তার জার্সি নম্বর নিয়ে। এলএম টেন (লিওনেল মেসি) ও এনজে টেনের (নেইমার জুনিয়র) চেয়ে সিআর সেভেন ‘ব্র্যান্ড’ যে কোন অংশে কম জনপ্রিয় নয়। ম্যানইউতে দুর্দান্ত খেলে অর্জন করা এই ৭ নম্বর জার্সি কখনোই সঙ্গ ছাড়ে নি পর্তুগিজ তারকার।
পরবর্তীতে রিয়াল মাদ্রিদ, জুভেন্তাসের মত দলগুলোতেও ৭ নম্বর জার্সিই পেয়েছিলেন সিআর সেভেন। ম্যানইউতেও যে ৭ নম্বর জার্সি ছাড়া বড্ড বেমানান লাগবে রোনালদোকে। এখনো কিছু নিশ্চিত না হলেও বিভিন্ন গণমাধ্যমের দাবি এডিনসন কাভানি নাকি রোনালদোকে ৭ নম্বর জার্সি ছেড়ে দিয়ে ২১ নম্বর জার্সি নিতে চান। উল্লেখ্য, উরুগুয়ে জাতীয় দলেও ২১ নম্বর জার্সি পড়ে খেলে থাকেন কাভানি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।