‘রোনালদোর মতো পরিশ্রমী হলে মেসি ১৫টি ব্যালন ডি’অর জিততেন’
স্পোর্টস ডেস্ক: মেসি আর রোনালদোকে ঘিরে এক যুগ ধরে বিশ্ব ফুটবলে চলে আসছে বিতর্ক। তাদের নিয়ে দুই ভাগে বিভক্ত ফুটবলাঙ্গন। অহরহ চলে তাদের তুলনা। ক্যারিয়ারে সব কিছুই অর্জন করেছেন লিওনেল মেসি। গত বছর জিতেছেন বিশ্বকাপ। অন্যদিকে রোনালদোর সামনে আর বিশ্বকাপ জয়ের সুযোগ নেই। এবার রোনালদোর সঙ্গে তুলনা টেনে মেসির পরোক্ষ সমালোচনাই করলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরাসি তারকা প্যাট্রিক এভরা।
বার্সেলোনা ছাড়ার পর ক্লাব ক্যারিয়ারে সাফল্য নেই মেসির। পিএসজির হয়ে এবারের মৌসুমটা দারুণভাবে শুরু হলেও বায়ার্ন মিউনিখের কাছে শেষ ষোলোর দুই লেগেই পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছে। ফলে আরো একবার ইউরোপিয়ান সাফল্য থেকে বঞ্চিত হলো প্যারিসের তারকাবহুল ক্লাবটি। পিএসজির এই বিদায়ে মেসি ছিলেন একবারেই নিষ্প্রভ। নক আউট পর্বের দুই লেগের ম্যাচে মেসি কিছুই করতে পারেননি। এ জন্যই মূলত তার সমালোচনায় মেতেছেন সাবেকরা।
সাবেক ইংল্যান্ড তারকা রিও ফার্দিনান্দের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে এভরা বলেছেন, ‘আমি ব্যাখ্যা করতে চাই কেন আমি সব সময় রোনালদোর কথা বলি। এটা এই জন্য না যে সে আমাদের ভাই। তার পরিশ্রম দেখে আমার ভালো লাগে। আমার মনে হয় মেসিকে সৃষ্টিকর্তা প্রতিভা দিয়েছে, আর ক্রিশ্চিয়ানোকে সেটা অর্জন করতে হয় পরিশ্রম করে। রোনালদোরও প্রতিভা আছে, তবে সে জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়। মেসি যদি রোনালদোর কর্মপদ্ধতি অনুসরণ করত, তাহলে ক্যারিয়ারে অন্তত ১৫টি ব্যালন ডি’অর জিততে পারত। যারা পরিশ্রম করে আমি তাদের দারুণ পছন্দ করি। এ কারণেই আমি সব সময় ক্রিশ্চিয়ানোকে বেছে নিই।’
উল্লেখ্য, এ পর্যন্ত মেসিই সর্বোচ্চ সাতবার ব্যালন ডি’অর জয় করেছেন। রোনালদো জিতেছেন পাঁচটি। বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা উপহার দেওয়ার কৃতিত্ব হিসেবে এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে আর্জেন্টাইন অধিনায়কই নিঃসন্দেহে এগিয়ে আছেন রোনালদোর চেয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।