
স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বশেষ ম্যাচে লিভারপুলের কাছে ৫ গোলে বিধ্বস্ত হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে নিজেদের দশম ম্যাচে এসে ঘুরে দাঁড়িয়েছে রেড ডেভিলরা। দলের বড় তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর নৈপুণ্যে ইউনাইটেড ৩-০ গোলে হারিয়েছে টটেনহাম হটস্পারকে।
প্রতিপক্ষের মাঠে বল দখলে এগিয়ে থেকে আক্রমণে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচ ঘড়ির ২৫ মিনিটে কাভানির হেড পোস্টের বাইরে দিয়ে না গেলে তখনই এগিয়ে যেতে পারতো ওলেগানার সুলশারের দল।
৩৩ মিনিটে ফ্রেডের শট প্রতিহত করে গোলকিপার লরিস টটেনহামকে ম্যাচে রাখেন। তবে ৬ মিনিট পর আর নিজেদের জাল অক্ষত রাখতে পারেনি টটেনহাম। রোনালদোর লক্ষ্যভেদে এগিয়ে যায় ইউনাইটেড। ব্রুনো ফারনান্দেজের ক্রসে পর্তুগিজ ফরোয়ার্ড দারুণ ভলিতে জাল কাঁপান।
বিরতির পরও দাপট অব্যাহত ইউনাইটেডের। ৬৪ মিনিটে রোনালদোর অ্যাসিস্টে দ্বিতীয় গোল এসেছে এডিসন কাভানি গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে দেন।
ম্যাচের শেষ দিকে এসে ইউনাইটেড তৃতীয় গোলের দেখা পায়। ৮৬ মিনিটে রাশফোর্ড গোল করে প্রতিপক্ষকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেন।
ম্যানচেস্টার ইউনাইটেড ১০ ম্যাচে পঞ্চম জয়ে ১৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে। টটেনহাম সমান ম্যাচে পঞ্চম হারে আগের ১৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


