কুবি প্রতিনিধি: রোভার স্কাউটের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের ১৬৩ তম জন্মদিন আজ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটরা তার জন্মদিনে কেক কেটে উদযাপন করে। শনিবার ( ২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এ আয়োজন করা হয়।
এসময় সিনিয়র রোভার মেট আনোয়ার হোসাইন বলেন, স্কাউটের যে তিনটি আইন আছে সেগুলো মেনে আমাদের জীবন পরিচালনা করা উচিত। আমরা প্রত্যেকে এ আইনগুলো মেনে চলবো।
বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক এবং রোভার স্কাউটের আরএসএল (রোভার স্কাউট লিডার) জিয়া উদ্দিন বলেন, লর্ড ব্যাডেন পাওয়েলের চিন্তাভাবনাকে ভিত্তি করে আমরা রোভার স্কাউটকে সাজানোর পরিকল্পনা করছি। তিনি নিজেকে যেভাবে সুনাগরিক হিসেবে তৈরি করতে বলেছেন আমাদের সেভাবে চলতে হবে। মোটকথা, তার মত অনুযায়ী আমাদের চলতে হবে।
২০১৪ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটের যাত্রা শুরু হয়। সেবাকে মূলমন্ত্র হিসেবে নিয়ে এগিয়ে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।