বিনোদন ডেস্ক: তুরস্কে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে সদ্য বিয়ে সেরে কলকাতায় ফিরেছেন নুসরাত জাহান। আপাতত নব দম্পতি নুসরাত-নিখিলের সংসার প্রেমে টইটুম্বর। তবে শুধু ব্যক্তিগত জীবনই নয়, সামাজিক, পেশাগত সব ক্ষেত্রেই নতুন জীবনে প্রবেশ করেছেন টলিউডের সাংসদ অভিনেত্রী।
আপাতত একান্তেই দিন কাটছে নুসররাত ও নিখিলের। সোশ্যাল মিডিয়ায় নুসরাতের সঙ্গে একটি রোম্যান্টিক ভিডিও শেয়ার করেছেন নিখিল জৈন। নিখিলের পোস্ট থেকে অনুমান করা যায় ভিডিওটি রায়চকের শুট করা হয়েছে। যে ভিডিওতে নুসরাতের সঙ্গে রোম্যান্টিক দৃশ্যে ধরা পড়েছেন নিখিল। ভিডিওর ক্যাপশানে নিখিল লিখেছেন, ”এই গল্পটা এখনকার ও চিরকালীন। ” সোশ্যাল মিডিয়ায় থেকেই জানা যাচ্ছে প্রি ওয়েডিং-এর জন্যই এই ভিডিও শুট করেছিলেন নুসরাত ও নিখিল।
বিয়ে করে ফেরার পর মারোয়াড়ি রীতিতেই নববধূকে বরণ করে নিয়েছেন নিখিলের মা। জানা যাচ্ছে, গৃহ প্রবেশের সময় পারিবারিক রীতি মেনেই নুসরাতকে কোলে তুলে ঘরে ঢোকেন নিখিল। আপাতত আলিপুরে শ্বশুরবাড়ির কাছাকাছি নতুন ফ্ল্যাটে নিখিলের সঙ্গে নতুন সংসার পেতেছেন অভিনেত্রী। আগামী ৪ জুলাই রয়েছে নুসরাত ও নিখিলের কলকাতার রিসেপশন পার্টি।
এদিকে নিখিল জৈনকে বিয়ে করার পর নুসরাতের সিঁদুর ও মঙ্গলসূত্র পরা নিয়ে কিছু কট্টরপন্থীরা সাংসদ অভিনেত্রীকে আক্রমণ করেছেন। নুসরাতে আক্রমণ করেন উত্তরপ্রদেশের জামিয়া-শেইখ-উল-হিন্দ মাদ্রাসার প্রধান ইমাম মুফতি আসাদ কাজমি। তাঁর বক্তব্য, একজন অভিনেত্রী হিসাবে তিনি যা করছেন তা ইসলাম বিরোধী। এখন উনি এমন একজনকে বিয়ে করেছেন যিনি মুসলিম সম্প্রদায়ভুক্ত নন। লোকসভায় এসেছেন সিঁদুর, মঙ্গলসূত্র পরে। তবে এর জবাবও দিয়েছেন বসিরহাটের সাংসদ। অভিনেত্রী বলেন, “এটা আমার ইচ্ছা। বাংলায় কথা বলব, সিঁদুর পরব। মন যা বলে তাই করব। ধর্মের নামে কে কী বলল তাতে আমার যায় আসে না। এটা আমার জীবন। আমি ঠিক করব কী করব না করব। আমি যথেষ্ট শিক্ষিত। একজন আধুনিক ভারতীয় নারীর হিসেবে নিজের জীবন চালাব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।