রোম্যান্টিক দৃশ্যের শুটিং দেখে যা বলেছিলেন কার্তিকের মা

কার্তিকের মা

বলিউড অভিনেতা কার্তিক আরিয়া। ‘পেয়ার কা পাঞ্চনামা’ সিনেমা দিয়ে অভিষেক হয় এ অভিনেতার। গত এক দশকে বলিউডে নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তার সিনেমাগুলো নিয়ে দর্শকদের তুমুল আগ্রহ থাকে।

কার্তিকের মা

নারীভক্তদের কাছে আরও বেশি জনপ্রিয় আরিয়ান। একের পর এক উপহার দিয়ে যাচ্ছেন হিট সিনেমা। সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতিতে হাজির হয়ে নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা শেয়ার করে নেন কার্তিক।

কার্তিক বিগ বি অমিতাভ বচ্চনকে বলেন, ‘যখন আমি আমার প্রথম ছবি প্যায়ার কা পঞ্চনামা-র অডিশন পাশ করেছিলাম, তারপরই আমি মা-বাবাকে বলি যে আমি অভিনেতা হতে চাই। আমার মনে আছে, সেটা আমার কাছে আবেগঘন একটা মুহূর্ত ছিল। আমি কাঁদতে কাঁদতে আন্ধেরি স্টেশনে হাজির হয়েছিলাম। ওখান থেকেই মা-বাবাকে ফোন করি। আমি তো কাঁদছিলাম, হঠাৎ করে দেখি মাও কাঁদতে শুরু করলেন, এটা ভেবে যে ছেলে এসব কী বলছে।’

তিনি বলেন, ‘এর ঠিক ২ দিন পর আমার মা ও মাসি লাভ রঞ্জনের অফিসে হাজির হয়েছিলেন। তখন আমি একটা রোম্যান্টিক দৃশ্যের শ্যুটিং করছি। আর মা-মাসি সেটা ল্যাপটপে দেখছিলেন।’ এসময় কার্তিকের মুখে এমন কথা শুনেই হেসে ফেলেন অমিতাভ বচ্চন।

ছেলের কথা প্রসঙ্গে কার্তিকের মা বলেন, ‘ছেলে তখন আনন্দে কাঁদছে যে মা আমি প্রোজেক্ট পেয়ে গিয়েছি, আর আমি কাঁদছি, যে কেন ও পেল। এর থেকে ও ডাক্তার-ইঞ্জিনিয়ার হয়ে সেটেল হয়ে যেত জীবনে। এখনও স্ট্রাগল করে যাচ্ছে, প্রতিটা ছবির আগেই স্ট্রাগল।’

সি বিচে অনবদ্য লুকে উদ্ভাসিত টয়া

অভিনেতার ভাষ্য, ‘সেসময়ই আসলে আমার প্রকৃত যাত্রা শুরু হয়েছিল। যখন আমি প্রোজেক্টে কাজ করছিলাম। কখনোই ভাবিনি যে ওটা ওদের প্রোজেক্ট, ভেবেছিলাম ওটা আমার নিজের। কখনোই ওভার কনফিডেন্টও ছিলাম না।’