বাজারের দামি ঘড়ির ব্র্যান্ডের মধ্যে রোলেক্স যথেষ্ট জনপ্রিয় এবং বিশ্বজুড়ে সুপরিচিত। অনেক বেশি দাম হওয়া সত্বেও এ ব্র্যান্ডের ঘড়ির চাহিদা দিন দিন বেড়েই চলেছে। রোলেক্স ঘড়ি কেন এতটা দামি তা খুঁজে বের করা হবে আজকের আর্টিকেলে।
রোলেক্সের ঘড়ি তৈরির পেছনে রয়েছে বিশাল ইন্টারনাল রিসার্চ এবং ডেভেলপমেন্ট টিম। তাদের সাইন্স ল্যাবের মান উন্নত কোয়ালিটির এবং ল্যাবে ব্যবহার করা মাইক্রোস্কোপ সহ অন্যান্য যন্ত্রপাতি বেশ ব্যয়বহুল।
দৈনন্দিন জীবনে ঘড়ির ব্যবহারকে বিলাসিতায় রূপ নিতে বাধ্য করেছে রোলেক্স। এত নিখুঁত ঘড়ি দেখে অনেকে ভাবতে পারেন সম্পূর্ণ মেশিন দিয়ে কাজ করা হয়। কিন্তু বিষয়টি ভুল। যেসব মেশিন ব্যবহার করা হয় তা হাতেই অপারেট করা হয়।
তাছাড়া ক্ষুদ্র যন্ত্রাংশ একত্রিত করার কাজ হাতের ছোঁয়াতেই হয়ে থাকে। এ ব্র্যান্ডের কাজ এত নিখুঁত যে আপনি অবাক হয়ে যাবেন। রোলেক্স কোয়ালিটির দিক থেকে কখনোই কম্প্রোমাইজ করে না। একটি ঘড়ি মার্কেটে বের হওয়ার আগে তারা সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করে থাকে।
উন্নত মানের স্টিল দিয়ে রোলেক্সের ঘড়ি নির্মাণ করা হয়। তাদের ব্যবহার করা স্টিল মরীচিকা প্রতিরোধ করতে পারে এবং কোয়ালিটি ধরে রাখে। পাশাপাশি এ ধরনের স্টিল বেশ মজবুত হয়ে থাকে। বিল্ট ম্যাটেরিয়াল এর কারণে রোলেক্স এর ঘড়ি ব্যয়বহুল হয়ে থাকে।
ঘড়িতে যে পাথর বা ধাতুর কারুকাজ করা হয় তা যেন শতভাগ নিঁখুত হয়ে থাকে সেদিকে মনোযোগ দেয় রোলেক্স। শুধুমাত্র এ কাজের জন্য তাদের আলাদা বিশাল প্রজেক্ট রয়েছে। মূলত এসব কারণে রোলেক্সের ঘড়ি ব্যয়বহুল হয়ে থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।