বিনোদন ডেস্ক : তেলুগু ছবির দাপটে অনেক দিন কোণঠাসা হয়ে পড়েছিল তামিল ছবি। ৩ জুন সারা ভারতে মুক্তি পাওয়া তামিল ছবি ‘বিক্রম’ বক্স অফিসে হাঙ্গামা বাধিয়ে দিলো। কমল হাসান অভিনীত ছবিটি এরই মধ্যে বিশ্বব্যাপী ২০০ কোটি রুপি আয় করেছে। তেলুগু, হিন্দি ও মালয়ালাম ভাষায়ও মুক্তি পেয়েছে ছবিটি।
কমল হাসানের ক্যারিয়ারের সবচেয়ে ব্যবসাসফল ছবি হতে চলেছে এটি। ছবিতে ১০ মিনিটের ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন আরেক তামিল সুপারস্টার সুরিয়া। তাঁর অভিনীত চরিত্রের নাম রোলেক্স। ড্রাগ মাফিয়া রোলেক্সকে দর্শক দারুণ পছন্দ করেছে। বুধবার সুরিয়াকে মূল্যবান রোলেক্স ঘড়ি উপহার দিলেন কমল হাসান। বিশ্বের সবচেয়ে দামি ঘড়ির ব্র্যান্ড রোলেক্স। ৪৭ লাখ রুপি মূল্যের এই হাতঘড়ি নিজে সুরিয়ার হাতে পরিয়ে দেন কমল হাসান। টুইটারে সেই মুহূর্তের ছবি নিজেই পোস্ট করেন সুরিয়া।
সুরিয়াকে ঘড়ি দেওয়ার দুই দিন আগে ছবিটির পরিচালক লোকেশ কনাগরাজকেও একটি বিলাসবহুল লেক্সাস গাড়ি উপহার দিয়েছিলেন কমল। ১৯৮৬ সালে কমল হাসান অভিনীত একই নামের ছবির সিক্যুয়াল ‘বিক্রম’। ভারত সরকারের সাবেক দুর্ধর্ষ গুপ্তচরের চরিত্রে হাজির হয়েছেন কমল। সঙ্গে আরো আছেন বিজয় সেতুপতি ও ফাহাদ ফাসিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।