জুমবাংলা ডেস্ক : রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যুতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা সংক্রান্ত সভা শেষে মন্ত্রী এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যুতে যারা জাড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। পাসপোর্ট নিতে হলে আগে স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে সার্টিফিকেট ও জন্মনিবন্ধন প্রক্রিয়ার পর পুলিশ ভেরিফিকেশন হয়। সেক্ষেত্রে পুলিশসহ যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গারা যখন এদেশে ঢুকেছে, তখন বায়োমেট্রিক পদ্ধতিতে তাদের নিবন্ধন করা হয়েছে। ফলে তারা
জাল পাসপোর্ট করতে গিয়ে ধরা পড়ছে। তারপরও যারা এই জালিয়তিতে সহযোগিতা করছেন তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়া হবে।
বর্তমানে বাংলাদেশ ১১ লাখের বেশি রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। এসব রোহিঙ্গা দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদের সহায়তায় বাংলাদেশি জাল পাসপোর্স তৈরি করে বিদেশ যাচ্ছে। সেখানে গিয়ে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত হচ্ছে। ফলে বিদেশে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
জানা গেছে, বর্তমানে প্রায় তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে অবস্থান করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।