জুমিবাংলা ডেস্ক : পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সুইজারল্যান্ডের জেনেভায় দ্বিতীয় গ্লোবাল রিফিউজি ফোরামের (জিআরএফ) পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দিয়েছেন। অধিবেশনের ফাঁকে তিনি অন্যান্য ইভেন্টেও যোগ দেন। অধিবেশনে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) রোহিঙ্গাদের দুর্দশার মতো দীর্ঘস্থায়ী সঙ্কট থেকে দৃষ্টি না সরানোর বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
তিন দিনের গ্লোবাল রিফিউজি ফোরামে ২০১৯-এ দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন নিয়ে শতাধিক দেশের প্রতিনিধি, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা, সিভিল সোসাইটি অর্গানাইজেশন ও ইন্টারন্যাশনাল নন গর্ভমেন্ট অর্গানাইজেশন থেকে আসা প্রতিনিধিরা পর্যালোচনা করেন। প্রতিনিধি ও অংশীজনরা চারটি মূল বিষয় নিয়ে আলোচনা করেন। এগুলো হলো- আয়োজক দেশগুলোর ওপর চাপ কমানো, উদ্বাস্তুদের আত্মনির্ভরশীলতা বাড়ানো, তৃতীয় বিশ্বের দেশগুলোর সমস্যা সমাধানের পথ প্রসারিত এবং সুরক্ষা ও মর্যাদার সঙ্গে উদ্বাস্তুদের ফিরে আসার জন্য দেশগুলোকে সহায়তা করা।
উদ্বোধনী অধিবেশনে অন্যদের মধ্যে জর্ডানের রাজা, কলম্বিয়ার ভাইস প্রেসিডেন্ট, উগান্ডার প্রধানমন্ত্রী, ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী, জাপানের পররাষ্ট্রমন্ত্রী, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র সচিব ফিনল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী লরি টাইরালারের সঙ্গে জিআরএফ অধিবেশনের পাশে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের দুইজন সহকারী সচিব এবং অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিষয়ক বিভাগের প্রতিনিধিও পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করেন। উভয় বৈঠকে দ্বিপাক্ষিক ও রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে।
শুক্রবার জিআরএফ অধিবেশনে ইউএনএইচসিআর আয়োজিত রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে একটি সাইড অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।