জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। আজ রবিবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে কক্সবাজারের রামু সেনানিবাসের ৬টি ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।
সেনা প্রধান বলেন,প্রথম পর্যায়ে উখিয়ার কুতুপালং ও টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া দেওয়ার প্রস্তুতি পুরোদমে চলছে। বেড়া দেওয়ার জন্য যে পিলার প্রয়োজন, সেগুলোর নির্মাণও প্রায় শেষ পর্যায়ে। তিনি বলেন, সম্পর্ক উন্নয়নের জন্য আমি আগামী মাসে মিয়ানমার সফরে যাচ্ছি। ওখানে রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। আশা করি আমরা আলোচনার মাধ্যমে রোহিঙ্গ সংকট সমাধান করতে পারবো।
তিনি আরো বলেন, ভারত ও মিয়ানমারের সঙ্গে আমাদের যে সীমান্ত রয়েছে, ওখানে কাঁটাতারের বেড়াও নেই, সীমান্ত সড়কও নেই। বর্তমান সরকার মিয়ানমারের সঙ্গে ২৮৭ কিলোমিটার সীমান্ত সড়ক করার অনুমোদন দিয়েছে। এই পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে আছে। দ্রুত সময়ের মধ্যে ঠিকাদার নিয়োগ করা হবে। এরপর কাজ শুরু হবে।
খবর : ইউএনবি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।