
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নারী নিহত হয়েছেন।
Advertisement
সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা শিবিরে এ সংঘর্ষ হয়।
নিহত নূর নাহার (৪০) টেকনাফের লেদা রোহিঙ্গা শিবিরের বি-বক্লের বাসিন্দা নূর আলমের স্ত্রী।
টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মনির এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লেদা রোহিঙ্গা ক্যাম্পে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। মরদহে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


