Advertisement
জুমবাংলা ডেস্ক : এক বছর বন্ধ থাকার পর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে দ্রুতগতির ইন্টারনেট সেবা (থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক) পুনরায় চালু করেছে মোবাইল অপারেটরগুলো।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের -বিটিআরসি’র নির্দেশনা পেয়ে এ সেবা চালু করা হয়।
২০১৯ সালের ১০ সেপ্টেম্বরের পর থেকে সরকার নিরাপত্তা বিবেচনায় টেকনাফ ও উখিয়া এলাকায় মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট সেবা বন্ধ রাখে। প্রায় এক বছর বন্ধ থাকার পর এসব এলাকায় পুনরায় থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক চালুর সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে গত ২৬ আগস্ট ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে চিঠি দেয় বিটিআরসি।
এর আগে, টেকনাফ ও উখিয়া এলাকায় জন্য থ্রিজি এবং ফোরজি নেটওয়ার্ক বন্ধ করতে গত বছরের ১০ সেপ্টেম্বর মোবাইল অপারেটর কোম্পানিগুলোকে নির্দেশনা দিয়েছিল বিটিআরসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।