আন্তর্জাতিক ডেস্ক : ১৯৪৮ কনভেনশন অনুযায়ী আন্তর্জাতিক বিচার আদালতে রাখাইনের ঘটনার বিচার করা সম্ভব নয়। বুধবার (১১ ডিসেম্বর) নেদারল্যান্ডসের হেগে নিজ বক্তব্যে ওই আদালতের এখতিয়ার নিয়ে এমন প্রশ্ন তোলেন মিয়ানমার স্টেট কাউন্সিলর অং সান সুচি।
অং সান সু চি বলেন, রাখাইনে প্রদেশে আরসার বিচ্ছিন্নতাবাদী কর্মকান্ড থামাতেই মিয়ানমারের সেনাবাহিনীর সাথে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়। এর কারণে মুসলিম রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয় বলেও জানান সু চি।
তার দাবি, গাম্বিয়া শুধুই খন্ডচিত্র তুলে ধরেছে বিশ্ববাসীর সামনে। ২০১৬ সাল ও ২০১৭ সালের বেশ কিছু গ্রামে আরসার হামলার কারণে বেশ ক্ষয়ক্ষতির উদাহরণ টেনে সু চি বলেন, মিয়ানমার সেনাবাহিনী সেটিই থামাতে চেষ্টা করেছে। আর তখনই যুদ্ধাবস্থা তৈরী হয়।
সু চি বলেন, মিয়ানমারের সকল নাগরিকের অধিকার রক্ষায় কাজ করছে তার সরকার। বিশেষ করে রাখাইন ও অন্যান্য প্রদেশে জন্ম নেওয়া প্রতিটি শিশুও জন্ম সনদ পায়। তাই বিশ্ববাসী ও আদালতকে তিনি অনুরোধ করেন, অভ্যন্তরীণ বিচার ব্যবস্থার উপর আস্থা রাখতে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.