মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুর পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে আজ রাত ৮টায় অনুষ্ঠিত হচ্ছে উচ্চপর্যায়ের সম্মেলন। এতে অংশ নিচ্ছেন অন্তত ৭৫টি দেশ ও সংগঠনের প্রতিনিধিরা। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক দৃষ্টি ধরে রাখতে এবং টেকসই সমাধানে রাজনৈতিক সমর্থন জোগাড়ের উদ্দেশ্যে জাতিসংঘে আজ (মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে উচ্চপর্যায়ের সম্মেলন। নিউইয়র্ক সময় রাত ৮টায় জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে এই সম্মেলন শুরু হবে।
প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, এতে রাষ্ট্র ও সরকারপ্রধানসহ অন্তত ৭৫টি দেশ ও সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ নিশ্চিত করেছেন।
জাতিসংঘ আয়োজিত এ সম্মেলনের মূল লক্ষ্য হলো রোহিঙ্গা সংকটের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা, মানবাধিকার ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন জোগাড়, মূল কারণ নিয়ে আলোচনা এবং সংকট নিরসনে উদ্ভাবনী ও সময়-নির্ধারিত পরিকল্পনা প্রণয়ন। বিশেষ গুরুত্ব দেওয়া হবে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টিতে। অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ের বাস্তব চিত্র তুলে ধরবেন এবং একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রস্তাব করবেন।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ ছাড়া ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-র পক্ষে তুরস্ক এবং গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)-র পক্ষে কুয়েত প্রতিনিধিত্ব করবে।
সম্মেলনের আগে সোমবার প্রধান উপদেষ্টা পৃথক বৈঠক করেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি, জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ এবং ইউনিসেফ নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেলের সঙ্গে। বৈঠকগুলোতে রোহিঙ্গা সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জাতিসংঘের ওয়েব টিভিতে সরাসরি সম্প্রচারিত হবে সম্মেলনের কার্যক্রম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।