রোহিতই থাকছেন ওয়ানডে-টেস্টে ভারতের অধিনায়ক

স্পোর্টস ডেস্ক: নতুন বছরেরে শেষ দিকে রয়েছে একদিনের বিশ্বকাপ, তার আগে আছে এশিয়া কাপ। এই ব্যস্ত বছরে ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়কত্ব কার কাঁধে থাকছে তা নিয়ে নানা জল্পনা রয়েছে।

অনেকের মনে সংশয় রয়েছে রোহিত শর্মাকে নিয়ে। টেস্ট এবং এক দিনের ফরম্যাটে কি তাকে অধিনায়ক হিসাবে দেখা যাবে? টি-টোয়েন্টি ফরম্যাটে হার্দিক পান্ডের পাকাপাকি অধিনায়ক হওয়া এখন সময়ের অপেক্ষা। তবে রোহিতকে নিয়ে প্রশ্নের শেষ নেই।

নতুন বছরের প্রথম দিনে বোর্ডের বৈঠকে এ বিষয়টা নিয়ে আলোচনাও হয়েছে। বৈঠকে রোহিত ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে।

বৈঠকের পরে বোর্ডের এক কর্মকর্তা বলেন, রোহিত এখন ভারতকে টেস্ট এবং একদিনের ক্রিকেটে নেতৃত্ব দিচ্ছেন। এই দুই ফরম্যাটে ওর নেতৃত্ব নিয়ে কোনো আলোচনা হয়নি। কেউ সন্দেহপ্রকাশও করেনি। টেস্ট এবং একদিনের ক্রিকেটে ওর রেকর্ডও ভালো। তাই ওকে অধিনায়কত্ব থেকে সরানোর দাবি কেউ তোলেননি। ফলে আগামী বিশ্বকাপে রোহিতকে যে অধিনায়ক হিসাবে দেখা যাবে, এটা প্রায় স্পষ্ট।