
সাজদেহকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছিলেন কোহলি!
স্পোর্টস ডেস্ক : ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও সীমিত ওভারের সহ-অধিনায়ক রোহিত শর্মার মধ্যে দ্বন্দ্বের বিষয়টি এখন কারো কাছেই অজানা নয়। দ্বাদশ বিশ্বকাপে দুই তারকা ক্রিকেটারের মনস্তাত্ত্বিক লড়াই উত্তাপ ছড়িয়েছে মিডিয়া প্রাঙ্গনে। এমনকি অধিনায়কত্ব বা দলে প্রভাব বিস্তার করা নিয়ে এখনো চলছে ‘শীতল যুদ্ধ’।
এরই মধ্যে নতুন একটি খবর দুই তারকার দ্বন্দ্বের আগুনে যেন ঘি ঢেলেছে। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ডেকান ক্রনিকলের দাবি, ২০১৩ সালে রোহিতের স্ত্রী ঋতিকা সাজদেহকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছিলেন কোহলি!
বলা বাহুল্য, সেই সময় কোহলি ও রোহিত দুজনই ছিলেন অবিবাহিত। তবে স্বভাবতই বিষয়টিকে হালকা করে দেখতে নারাজ ভারতের সংবাদমাধ্যম। দুই ক্রিকেটারের দ্বন্দ্বের কারণ ঋতিকার সাথে কোহলির ‘আনুমানিক’ কোনো রসায়ন কি না, সেটিও যেন খতিয়ে দেখতে বসেছেন কেউ কেউ।
ডেকান ক্রনিকল তাদের খবরে দাবি করেছে, ২০১৩ সালের আগস্টে জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরে ঋতিকাকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছিলেন কোহলি। কোহলির পেছনে তখনই
বেশ তারকাখ্যাতি, আর তাই মিডিয়ার দৃষ্টি এড়ানোও সম্ভব হয়নি। কোহলি ক্যামেরার সামনে সাবলীল থাকলেও নিজেকে আড়াল করার চেষ্টা করছিলেন ঋতিকা।
তখন কয়েকটি সংবাদমাধ্যমে দুজনের ছবিও প্রকাশ করা হয়। সেই ‘কেঁচো খুড়তে গিয়ে সাপ বের করে আনা’র প্রয়াসই যেন নতুন করে! কোহলির সাথে ঋতিকার কোনো রসায়ন ছিল কি-না বা কোহলির সাথে রোহিতের দ্বন্দ্বের কারণ রোহিতের রূপবতী স্ত্রী ঋতিকার অতীত কোনো বিষয় কি না- ওয়েস্ট ইন্ডিজে স্বস্তির এক সফর শেষে আপাতত ভারতের ক্রিকেট পাড়ায় কানাঘুষা চলছে এসব নিয়েই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।