স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপের ৪০তম ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় বিকাল ৩:৩০ মিনিটে শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে ভারত। এদিকে ম্যাচের পঞ্চম ওভারের চতুর্থ বলে ক্যাচ দিয়েছিলেন রোহিত। কিন্তু সহজ ক্যাচ মিস করে বসেন তামিম। তখন রোহিতের রান ছিল ৯। ৪৫ বলে ৪ চার ও ৩ ছয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন রোহিত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৯৯ রান।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন কুমার দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশঃ বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, রোহিত শর্মা, ঋষভ পন্থ, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, ভুবেনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।