বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রয়েল এনফিল্ডের ওপর চাপ বাড়িয়ে চলতি সপ্তাহে লঞ্চ হয়েছে নতুন টিভিএস রোনিন। শুরুতেই রয়েল এনফিল্ড ছাড়াও হোন্ডা সিবি৩৫০, জাওয়া, ইয়েজদির মতো বাইকগুলোকেও কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে টিভিএসের নতুন স্ক্র্যাম্বলার। শুরু থেকে এ সেগমেন্টে আক্রমণাত্মক মনোভাব নিয়েছে টিভিএস। প্রতিযোগীদের বাজিমাত করতে মাত্র ১ লাখ ৪৯ হাজার টাকা থেকে এ বাইকের দাম শুরু হচ্ছে।
টিভিএস রোনিন: কোন ভেরিয়েন্টের দাম কত?
ম্যাগমা রেড কালারে টিভিএস রোনিন এসএস কিনতে ১ লাখ ৪৯ হাজার রুপি খরচ হবে। লাইটনিং ব্ল্যাক কালারে টিভিএস রোনিন এসএস কিনতেও একই খরচ হবে। ডেলটা ব্লু ও স্ট্রেঞ্জ ব্ল্যাক কালারে টিভিএস রোনিন ডিএসের দাম পড়বে ১ লাখ ৫৬ হাজার ৫০০ রুপি। টপ ভেরিয়েন্টে টিভিএস রোনিন টিডির দাম শুরু হচ্ছে ১ লাখ ৬৮ হাজার ৭৫০ রুপি থেকে। এই দামে গ্যালাকটিক গ্রে কালারে এ গাড়ি কেনা যাবে। ডন অরেঞ্জ কালারে টিভিএস রোনিন টিডি কিনতে খরচ হবে ১ লাখ ৭০ হাজার ৭৫০ রুপি (সব দাম এক্স শো-রুম)।
টিভিএস রোনিন: ফিচার্স ও স্পেসিফিকেশন
টিভিএস রোনিনে থাকছে ২২৫ সিসি ইঞ্জিন। টিভিএস অ্যাপাচি আরটিআর ২০০ ৪ভি মোটরসাইকেলে যে ২০০ সিসি ইঞ্জিন ব্যবহার হয়েছে সেই ইঞ্জিনের ওপরে ভিত্তি করে এই ২২৫ সিসি ইঞ্জিন তৈরি করেছে টিভিএস মটরস। নতুন রোনিনে ৭৭৫০ আরপিএম-এ ২০ বিএইচপি শক্তি ও ৩৭৫০ আরপিএম-এ ২০ এনএম টর্ক পাওয়া যাবে। সঙ্গে থাকছে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। সর্বোচ্চ ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটবে নতুন এ ২২৫ সিসি ইঞ্জিনের মোটরসাইকেল। সাসপেনশনের জন্য সামনে আপসাইড ডাউন ফর্ক ও পেছনে মনোশক থাকছে। দুই চাকাতেই থাকছে ডিস্ক ব্রেক। সঙ্গে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস।
দুর্দান্ত স্পেসিফিকেশনের সঙ্গেই নতুন রোনিনে রয়েছে একগুচ্ছ নজর কাড়া ফিচার্স। এ বাইকে অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ দিয়েছে টিভিএস। থাকছে ৯ স্পোক অ্যালয় হুইল। সামনের চাকায় ৩০০ এমএম ডিস্ক রোটর ও পেছনে ২৪০ এমএম ডিস্ক রোটর থাকছে। এসএস ও ডিএস ভেরিয়েন্টে সিঙ্গেল চ্যানেল এন্টিলক ব্রেকিং সিস্টেম (এবিএস) থাকছে। শুধু টিভিএস রোনিন টিডিতে মিলবে ডুয়াল চ্যানেল এবিএস। রেন ও আর্বান মোডে এবিএস সেট করা যাবে। সামনের চাকায় ১১০/৭০-১৭ টিউবলেস টায়ার ব্যবহার হবে। পেছনের চাকায় থাকছে ১৩০/৭০–১৭ টিউবলেস টায়ার।
টিভিএস রোনিনের দৈর্ঘ্য ২০৪০ এমএম, প্রস্থ ৮০৫ এমএম ও উচ্চতা ১১৭০ এমএম। এ বাইকের হুইলবেসের দৈর্ঘ্য ১৩৫৭ এমএম। থাকছে ১৮১ এমএম গ্রাউন্ড ক্লিয়ারেন্স। মাটি থেকে সিটের উচ্চতা ৭৯৫ এমএম। রোনিন এসএস ও ডিএস ভেরিয়েন্টের ওজন ১৫৯ কেজি। অন্যদিকে টিভিএস রোনিন টিডি ভেরিয়েন্টের ওজন ১৬০ কেজি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।