বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বিশ্বখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড রয়েল এনফিল্ডের ১২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্মিত “৬৫০ টুইন অ্যানিভার্সারি এডিশন”-এর দুটি মডেল মাত্র দুই মিনিটেই (১২০ সেকেন্ড) বিক্রি হয়ে গেছে।
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী এই ব্র্যান্ডটির চাহিদা ভারতে কতোটা এ ঘটনায় তারই প্রমাণ মিলল।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, রয়েল এনফিল্ডের ১২০ বছর পূর্তি উপলক্ষে “৬০ ইন্টারসেপ্টর আইএনটি ৬৫০” এবং “৬০ কন্টিনেন্টাল জিটি ৬৪০” মডেলের দুটি অ্যানিভার্সারি এডিশন মডেলের ৪৮০টি মোটরসাইকেল বাজারে এনেছিল প্রতিষ্ঠানটি। এর মধ্যে ভারতে আসা ১২০টি মোটরসাইকেল মাত্র ১২০ সেকেন্ড বা ২ মিনিটেই বিক্রি হয়ে গেছে।
রিচ ব্ল্যাক ও ক্রোম-এর ব্যবহার বেশি করা হয়েছে এই মডেলে। এক্জস্ট কালো রঙের। ফুয়েল ট্যাঙ্কে একটি স্পেশাল ব্যাজ রয়েছে। সাইড বডি প্যানেলে একটি স্পেশাল ডিকল রয়েছে। আর প্রতিটি সূক্ষ্ণ ডিজাইন করা হয়েছে সোনালী রঙে। যা কি না এই মডেলকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে।
৬ ডিসেম্বরে এ দুই মডেলের দুটি স্পেশাল এডিশন বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল রয়েল এনফিল্ড। শর্ত ছিল, আগে এলে আগে পাওয়া যাবে। বাজারে আসামাত্রই ১২০ সেকেন্ডে কিনে ফেলেন ক্রেতারা।
নতুন দুই মডেলে হাইকাস্ট পিতল দিয়ে গড়া হয়েছে ট্যাংকি। এ ছাড়া হাতে আঁকা পিনস্ট্রিপ রয়েছে বিশেষ এই এডিশনে। ট্যাংকিতে স্পেশাল ব্যাজও রয়েছে। সাইড বডি প্যানেলে আছে স্পেশাল ডিকল। প্রতিটি সূক্ষ্ম নকশা করা হয়েছে সোনালি রঙে।
এদিকে রয়্যাল এনফিল্ড সংস্থার আসন্ন মডেল স্ক্রাম ৪১১ লঞ্চ করবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে। রয়্যাল এনফিল্ড হিমালয়ান অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের মতো দেখতে একটি সংস্করণ। পাহাড় থেকে জঙ্গলে দাপিয়ে বেড়াবে রয়েল এনফিল্ডের নতুন মডেল স্ক্রাম ৪১১ । আনুষ্ঠানিকভাবে এখনও রয়েল এনফিল্ডের নেমপ্লেট ঠিক করা হয়নি। ভারতের বাজারে দাম হতে পারে ১ লাখ ৯০ হাজার থেকে ২ লাখ ৪ হাজার টাকা।
উল্লেখ্য, ১৯০১ সালে লন্ডনে স্ট্যানলি সাইকেল শো-তে রয়্যাল এনফিল্ড তাদের প্রথম মডেল তুলে ধরেছিল। তার পর থেকে ১২০ বছর ধরে তাদের পথচলা। ভারতের অন্যতম জনপ্রিয় বাইক বিক্রেতা সংস্থা এখন রয়্যাল এনফিল্ড।
১৮৯৮ সালে মোটরচালিত যান দিয়ে বাজারে আসলেও রয়েল এনফিল্ডের প্রথম মোটরসাইকেল বাজারে আসে ১৯০১ সালে। উদ্যোক্তা বব ওয়াকার স্মিথ আরেক ফরাসি উদ্যোক্তা জুলেস গোটিয়েট প্রথম মোটরসাইকেলটি তৈরি করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।