স্পোর্টস ডেস্ক : ইন্দোর টেস্টের পারফরম্যান্সে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় পাঁচ ধাপ এগিয়েছিলেন মুশফিকুর রহিম। কলকাতা টেস্টের পারফরম্যান্সে এগোলেন আরো চার ধাপ। মঙ্গলবার নতুন প্রকাশিত আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ২৬তম স্থানে অবস্থান করছেন মুশফিক।
মুশফিক ছাড়াও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে লিটন দাসের। আট ধাপ এগিয়ে এই ডানহাতি ব্যাটসম্যানের অবস্থান এখন ৭৮। এ ছাড়া অন্যদের কেউই বড় সুখবর দিতে পারেননি।
কলকাতা টেস্টে মাত্র সোয়া দুই দিনে ইনিংস ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ব্যাটসম্যানদের ব্যর্থতার মাঝে মুশফিকই যা একটু ছিলেন ব্যতিক্রম। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে খেলেন ৭৪ রানের লড়াকু ইনিংস। যার ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে মুশফিকই সবার উপরে।
মুশফিক ছাড়া বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সেরা পঞ্চাশে আছেন কেবল তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ। পারিবারিক কারণে ভরত সিরিজে না খেলা তামিম ইকবালের অবনতি হয়েছে। ২৭তম স্থানে নেমে গেছেন তিনি। মাহমুদউল্লাহ (৪৪তম) এগোলেও নেমে গেছেন মুমিনুল হক (৫৩তম), সৌম্য সরকার (৭৩তম)।
টেস্ট সিরিজে না থাকা সৌম্যর পরই অবস্থান লিটনের। যিনি কলকাতা টেস্টের প্রথম ইনিংসে ২৪ রান করার পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছিলেন।
বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা পঞ্চাশে আছেন কেবল দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। যথাক্রমে ২৩ ও ২৪তম স্থানে এই দুজন। অবনতি হয়েছে মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি, মাহমুদউল্লাহ, নাঈম হাসানের।
টেস্টের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবার উপরে অবস্থান মেহেদী হাসান মিরাজের। ১৪তম স্থানে তিনি। আইসিসি কর্তৃক নিষিদ্ধ সাকিব আল হাসান আগেই বাদ পড়েছিলেন র্যাঙ্কিং থেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।