স্পোর্টস ডেস্ক: শ্রীলংকান প্রিমিয়ার লিগে (এসএলপিএল) দেখা যাবে পাকিস্তানের সাবেক অধিনায়ক ক্রিকেটার শহীদ আফ্রিদিকে। ৪০ বছর বয়সী এই অলরাউন্ডার শ্রীলংকার টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী আসরে গল ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দেবেন।
এই শ্রীলংকার বিপক্ষেই ১৯৯৬ সালে মাত্র ১৬ বছর বয়সে ওয়ানডে ক্রিকেটে (৩৭ বলে) দ্রুততম সেঞ্চুরি করেছিলেন আফ্রিদি।
গল টিমের মালিকানাধীন কোয়েটা গ্ল্যাডিয়েটর্স পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলে। সেই সুবাদে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে এই ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারীদের সখ্য।
আফ্রিদিকে অধিনায়ক করার পাশাপাশি আরেক সাবেক পাকিস্তান অধিনায়ক মঈন খানকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে গল গ্ল্যাডিয়েটর্স।
চলতি বছরের আগস্টে শ্রীলংকা প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে টুর্নামেন্ট পিছিয়ে হবে নভেম্বরে। এর আগে শ্রীলংকা প্রিমিয়ার লিগ নামে ২০১২ সালে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট হয়েছিল। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে শুরুর পরই সেটি বন্ধ হয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।