জুমবাংলা ডেস্ক: করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে দেশে চলমান লকডাউনের সময়সীমা আরো পাঁচ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ফলে আগামী ১০ আগস্ট রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে এ কঠোর বিধিনিষেধ।
বৃহস্পতিবার (৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়, পূর্বের সকল বিধিনিষেধের অনুবৃত্তিক্রমে দুটি শর্ত যুক্ত করে ৫ আগস্ট মধ্যরাত থেকে ১০ অগাস্ট রাত ১২টা পর্যন্ত বিধিনিষেধের সময়সীমা বর্ধিত করা হল।
শর্ত দুটি হল, শিল্প, কল-কারখানা এই বিধিনিষেধের আওতায় পড়বে না। আর স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে।
যদিও এরআগে ১ আগস্ট থেকে শিল্প-কলকারখানা খোলার অনুমোদন দেওয়া হয়েছিল। এছাড়া গণপরিবহন, অফিস বন্ধ রাখাসহ বাকি বিধিনিষেধগুলো আগের মতোই চলমান থাকবে।
এছাড়া এরআগে বাংলাদেশ রেলওয়ে থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়। সেখানে দেখা গেছে, জরুরি কাজে রেলওয়ের কিছু ট্রেন চলাচল ও অফিস খোলা থাকবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো-
১. সকল রেলওয়ে কন্ট্রোল অফিস সার্বক্ষণিক খোলা থাকবে।
২. সকল কর্মকর্তা/কর্মচারী স্ব-স্ব হেড কোয়ার্টারে অবস্থান করবেন।
৩. সরকারের নির্দেশে যে কোনো সময় ট্রেন পরিচালনার প্রস্তুতি থাকতে হবে।
৪. নিরাপত্তার স্বার্থে রেলপথ এবং কোচগুলো রক্ষণাবেক্ষণের কাজ চলমান থাকবে ও রেলওয়ে স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা যথারীতি অব্যাহত রাখতে হবে।
৫. কন্টেইনার, খাদ্যসহ জরুরি পণ্যবাহী ট্রেন চলাচল অব্যাহত থাকবে।
৬. প্রান্তিক কৃষকের উৎপাদিত কৃষিপণ্য, সবজি ও অন্যানা জরুরি পার্সেল মালামাল পরিবহনের জন্য বিশেষ পণ্যবাহী ট্রেন চলাচল করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



