আন্তর্জাতিক ডেস্ক : দেশে লকডাউন চলছে, বন্ধ রেল পরিষেবা থেকে প্রায় যাবতীয় যানবাহন। বন্ধ দোকানপাটও। খুব প্রয়োজন ছাড়া রাস্তায় বের হচ্ছেন না মানুষ। এই পদক্ষেপ লকডাউন আসলে করোনা সংক্রমণের বিষাক্ত চেনটিকে কাটতে।
ভারতের প্রধানমন্ত্রী মোদি করজোড়ে দেশের মানুষের কাছে অনুরোধ করেছেন, “আগামী ২১ দিনের মধ্যে বাড়ির চৌকাঠ পেরোনোর কথা ভুলে যান … কারণ আপনি এই লক্ষ্মণ রেখা পার হলে ভাইরাসটিকে বাড়িতে আমন্ত্রণ করে নিয়ে আসবেন”।
করোনা ভাইরাস এমনই ভয়ঙ্কর যে দেশের মানুষ একটা মাত্র ভুল পদক্ষেপ ফেললে দাবানলের মতো ছড়িয়ে পড়বে এই ভাইরাস, একথাও বলেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, “কিছু মানুষ মনে করছেন এই সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি শুধুমাত্র রোগীদের জন্যে।
এটা একবারেই ঠিক নয়। এই ভাইরাস থেকে লড়াইয়ের একমাত্র উপায় সামাজিক দূরত্ব। এই নিয়ম মানতে হবে দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি পরিবার, প্রতিটি সদস্যকে, এমনকী দেশের প্রধানমন্ত্রীকেও”। কিন্তু তারপরেও দেখা গেল কেরলের রাস্তা দিয়ে হেলেদুলে ঘুরে বেড়াচ্ছে এক ভামবিড়াল । এমনিতে লকডাউন উপেক্ষা করেই পথে নেমেছে সে, কিন্তু বড় রাস্তা পার হওয়ার সময় কিন্তু তার জ্ঞানের নাড়ি টনটনে। যেকোনও জায়গা দিয়ে নয়, রীতিমতো নিয়ম মেনে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পেরোতে দেখা গেল এই জন্তুটিকে।
গন্ধগোকুল বা ভামবিড়াল বা খাট্টাশ, এই সবকটি নামেই তাকে চেনে সকলে। তার শরীরে কিন্তু দেখা গেল করোনার ভয়ডর। ওই বিলুপ্তপ্রায় জীবটিকে লকডাউনের সময় রাস্তায় ঘুরে বেড়াতে দেখে টুইট করলেন ভারতীয় বন দফতরের আধিকারিক সুশান্ত নন্দ।
ভামবিড়ালের রাস্তা পার হওয়ার ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মানুষজন সেই ভিডিওটি দেখে বেশ মজাও পাচ্ছেন। নিশাচর এই প্রাণীটিকে দেখা গেছে উত্তর কেরলের কোজিকোড়ের মেপ্পাউর শহরে।
https://twitter.com/susantananda3/status/1243151433509175298
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।