আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় চলমান লকডাউনের মেয়াদ আগামীকাল ৯ জুন শেষ হওয়ার কথা। কিন্তু তার মেয়াদ বাড়িয়ে আগামী ৩১ আগস্ট পর্যন্ত রাখার ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মালয়েশিয়া জুড়ে রয়েছে কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (সিএমসিও)। ১০ জুন থেকে নতুন করে আবারও রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (আরএমসিও) নামের এ লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে।
সেই সঙ্গে ১০ জুন থেকে আন্তঃদেশীয় ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথাও জানান দেশটির প্রধানমন্ত্রী। নতুন নির্দেশিকা অনুসারে দেশের অর্থনীতির কথা মাথায় রেখে কিছু কিছু এলাকা বাদ রেখে জনজীবনকে স্বাভাবিক করে দেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।
স্থানীয় সময় রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতির উদ্দেশে টেলিভিশনে দেয়া এক বিশেষ ভাষণে ৭ম ধাপের লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা জানিয়েছেন তিনি।
দেশটিতে রোববার পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩০৩ জন। মারা গেছে ১১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৬ হাজার ৬৩৫ জন।
দেশটিতে রোববার পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩৩২ জন। মারা গেছে ১১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৬ হাজার ৬৭৪ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।