আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভারতজুড়ে চলছে লকডাউন। ফলে অনেক মানুষ বেকার হয়ে পড়েছেন। দরিদ্র মানুষের অবস্থা আরও ভয়াবহ। এক মুঠো খাবারের জন্য তারা হাহাকার করেছেন।
এমন পরিস্থিতির মধ্যেই শোনা গেল, ভারতের অরুণাচল প্রদেশের মানুষ খাবারের অভাবে জঙ্গল থেকে সাপ ধরে খাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে।
এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘরে খাবার না থাকায় তিন ব্যক্তি জঙ্গলে গিয়ে ১২ ফুটের একটি গোখরা সাপটি ধরেন। এরপর সাপটি মেরে চামড়া ছাড়িয়ে পরিষ্কার করা হয়। টুকরো টুকরো করে কেটে টগবগে গরম পানিতে রান্না করা হয় বিষধর সাপটি। তা খেয়েই পেটের ক্ষুধা মেটান তারা।
ওই তিন ব্যক্তির একজন বলেন, লকডাউনের কারণে তাদের বাড়িতে এক দানা চালও নেই। জঙ্গলে খাবার খুঁজতে গিয়ে সাপটি পান তারা। বাধ্য হয়েই এ কাজ করতে হয়েছে তাদের।
তবে ঘটনাটি জানাজানি হওয়ার পর ওই তিন ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইনে মামলা হয়েছে বলে জানিয়েছেন ভারতের বনবিভাগের কর্মকর্তারা।
ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে গোখরা সাপ সংরক্ষিত প্রজাতির সরীসৃপ। এই সাপ শিকারে জামিন অযোগ্য ধারায় জেল হতে পারে। অরুণাচল প্রদেশে বিপুল পরিমাণে এই বিষধর সাপটির দেখা মেলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



