স্পোর্টস ডেস্ক: এবার লকডাউনে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এশিয়াডে হেপ্টাথেলনে সোনাজয়ী স্বপ্না বর্মন। সামাজিক দূরত্ব বজায় রেখে নিয়ম মেনেই জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় প্রায় ৫০০ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন স্বপ্না।
বর্তমানে জলপাইগুড়ি পাতকাটা কলোনীর ঘোষ পাড়ার বাড়িতে গৃহবন্দি হয়ে রয়েছেন স্বপ্না। তিনি জানান, বাড়িতেই পরিবারের সাথে রয়েছি। বাড়ির বাচ্চাদের সাথে খেলছি। বাড়িতে থেকে যতটা সম্ভব ব্যায়াম করা যায় তা করছি। ডায়েটিং করছি ওজন কন্ট্রোলে রাখার জন্য।সামনের বছর অলিম্পিক কিন্তু এই লকডাউনের জেরে প্র্যাকটিস কম, খুব একটা প্রভাব ফেলবে না।
তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে লকডাউন ভাঙার ছবি দেখে উদ্বেগ প্রকাশ করে স্বপ্না বলেন,অহেতুক বাড়ির বাইরে গিয়ে নিজের পাশাপাশি অন্যের বিপদ ডেকে আনছে মানুষ। তাই এই কঠিন সময়ে সবাইকে ঘরবন্দি থাকার অনুরোধ করেছেন তিনি।
তথ্যসূত্র: জিনিউজ বাংলা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।