‘লকডাউনের’ প্রথম দিনে সোমবার (২৮ জুন) ধানমন্ডির বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায় এলাকার বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে।
ধানমন্ডি ২৭ নম্বর রোডে দেখা যায়, মিনা বাজার, স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোর, মিষ্টি ও খাবারের দোকান খোলা থাকলেও বন্ধ রয়েছে অনন্য দোকানপাট।
ধানমন্ডি, সাত মসজিদ রোড এবং সোবহানবাগ এলাকারও অধিকাংশ দোকানপাট বন্ধ থাকতে দেখা যায়। দোকানপাট বন্ধ থাকলেও অফিসগামী মানুষের ভিড় চোখে পরে।
ধানমন্ডি এলাকায় এ সময় কোনো গণপরিবহন চলতে দেখা যায়নি। তবে রাস্তায় ছিল রিকশার রাজত্ব। ছোট-বড় রাস্তাসহ মূল সড়কেও রিক্সা চলতে দেখা যায়। রিকশার পাশাপাশি ধানমন্ডি এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল এবং সিএনজি অটোরিকশা চলাচল করতে দেখা যায়।
ধানমন্ডি ৩২ নম্বরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করা জামাল উদ্দিন বলেন, সরকারি প্রজ্ঞাপনে রিকশা এবং জরুরি সেবার গাড়ি ছাড়া অন্যান্য যানবাহন বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। তারপরও রাস্তায় প্রচুর ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল এবং সিএনজি অটোরিকশা রয়েছে। মানুষ যদি বাসায় না থেকে রাস্তায় চলাচল করে তাহলে আর ‘লকডাউন’ দিয়ে কি লাভ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।