
রবিবার (০৪ জুলাই) উপজেলা সদর ও ত্রিমোহনী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে পৃথক পৃথক এই জরিমানা আদায় করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম।
সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম জানান, চলমান লকডাউনের মধ্যেও সরকারের বিধি নিষেধ অমান্য করে ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আওলাদ হোসেন (সমাজ বিজ্ঞান) বাসায় শিক্ষার্থীদের প্রাইভেট পড়াচ্ছেন এমন সংবাদের ভিত্তিতে ওই শিক্ষকের বাসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় শিক্ষক আওলাদ হোসেন প্রায় ১৫-২০জন শিক্ষার্থীদের নিয়ে প্রাইভেট পড়াচ্ছিলেন। সরকারি নির্দেশনা অমান্য করে প্রাইভেট পড়ানোর অপরাধে শিক্ষক আওলাদ হোসেনের ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে রাণীনগর প্রেস ক্লাব মোড় এলাকায় টিন সেডের একটি কক্ষে রাণীনগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক পলাশ হোসেন ১৫-২০জন শিক্ষার্থীকে নিয়ে প্রাইভেট পড়ানোর অপরাধে শিক্ষক পলাশ হোসেনের ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



